অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা অন্যান্য গাছের তুলনায় খুবই সহজ। চাইলেই বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনে এই ফুলের চাষ করা যেতে পারে। এটি মরুভূমি অঞ্চলের গাছ হওয়াতে তেমন যত্নের প্রয়োজন হয় না। এই গাছ তার কান্ডে জল এবং কার্বোহাইড্রেড জমা রাখতে পারে।
আরও পড়ুন: আধুনিক প্রযুক্তিতে আলু বীজ উৎপাদন শুরু, জলপাইগুড়ির কৃষকদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত
advertisement
অ্যাডেনিয়াম ওবেসম প্রজাতির একটি গাছ৷ অ্যাডেনিয়ামকে ‘ডেজার্ট রোজ’ ও বলা হয়৷ এই গাছের ব্যবহার বিভিন্ন রোগের নিরাময়েও প্রয়োজন হয়৷ সেই কারণেই অ্যাডেনিয়ামের কদর এত বেশি৷ অ্যাডেনিয়াম এমন একটি গাছ যা প্রখর গরম এবং প্রবল ঠান্ডা, উভয়ই সহ্য করতে সক্ষম৷ মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে বাড়ির ছাদেই অ্যাডেনিয়াম চাষ শুরু করা সম্ভব৷ এতেই বড় মুনাফা মিলবে। মূলত বীজ কিনেই অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷ পরবর্তী সময়ে গ্রাফটিংয়ের মাধ্যমে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷
এই গাছের মাটি প্রস্তুতি এমনভাবে করতে হবে যাতে এর জল নিষ্কাশন ভাল হয়। অর্থাৎ জল দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তা মাটিতে জমে না থেকে ভালমত নিষ্কাশন হয়। দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটিতে অ্যাডেনিয়াম ফুলের চাষ সবচাইতে ভাল হয়। এক্ষেত্রে মাটির সঙ্গে কম্পোস্ট আর নুড়ি বালি মিশিয়ে অ্যাডিনিয়াম গাছের জন্য পটিং তৈরি করে নিতে হবে। আর এই গাছের জন্য বেশি বড় টবের প্রয়োজন হয় না।
আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য বাজেটে চমক! নজরে কোন কোন বিষয়? সাধারণের সুরাহা হবে?
৬ ইঞ্চি – ১২ ইঞ্চি টবে এই ফুল বেশ ভালই হয়। এই গাছ একটি নির্দিষ্ট টবে বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। আর সেই সঙ্গে এটি তার বৈশিষ্ঠ্যগত কারণেই ছোট আকারের হয়ে থাকে। এই গাছ বছরে মোটামুটি তিন বার ফুল দেয়। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নিয়মিত আগাছা পরিষ্কার করলে তবেই এই রোজি অ্যাডিনিয়াম চাষে সহজেই মালামাল হওয়া সম্ভব।
সুস্মিতা গোস্বামী





