ছয় মাস ধরে এই হাঁসের চাষ তিনি করছেন। হাঁসের চাষ করে কিছুটা হলেও মুনাফার মুখ দেখছেন ওই যুবক। বালু পাথরের কাজ করার সঙ্গে সঙ্গে হাঁসেরও চাষ করেন ওই যুবক। তার মাথার ওপরে রয়েছে সংসারের চাপ আবার অন্যদিকে তিন মাস পর পর বালু পাথরের কাজ বন্ধ হয়ে যায়। আর ওই কাজ বন্ধ হয়ে গেলে অভাবের মধ্যে দিয়ে দিন গুনতে হয় তাকে সে কারণেই বেছে নেন হাঁস চাষের পথ।
advertisement
আরও পড়ুন: এই ফুল গাছ থেকে বছরে সহজেই আয় করতে পারবেন কয়েক লক্ষ টাকা
এই বিষয়ে খামারের মালিক বাবু বর্মন জানান, দুই রকমের প্রজাতির হাঁস চাষ করেন তিনি। একটি হলো ইন্ডিয়ান রানার এবং অন্য একটি হল খাগি ক্যাম্বেল। আমাদের কাজ তিন মাস পর পর বন্ধ হয়ে যায়। সে কারণে আত্মনির্ভর হতে এই পথ বেছে নিয়েছি।
আরও পড়ুন: আয়কর ছাড়ের ঘোষণা কি হতে পারে বাজেটে ? আশায় বুক বাঁধছে মুদ্রাস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত
তিনি বলেন, আজ না হয় কাল নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথার ওপরে সংসারেরও চাপ রয়েছে সেজন্যই হাঁস চাষের পথটি বেছে নিয়েছি। এ কাজ করে কিছুটা হলেও লাভের মুখ দেখছি। হাসের ডিম বেচে ও পাইকারীতে হাঁস বিক্রি করে ধীরে ধীরে নিজের পায়ে দাড়াছে ওই যুবক।
অনির্বাণ রায়