আরও পড়ুন: এই ভাবে সহজেই আধার কার্ডে বদলাতে পারবেন ছবি
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের পেনশনের গ্যারেন্টি দিয়ে থাকে সরকার ৷ এই যোজনায় প্রতিদিন মাত্র ২ টাকা করে বাঁচিয়ে বছরে ৩৬০০০ টাকার পেনশন পেতে পারেন ৷
প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করতে হবে-
এই স্কিমে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ দিনে ২ টাকা করে জমা করতে হবে ৷ ১৮ বছরের বয়সে এই যোজনা শুরু করলে প্রতিদিন কেবল ২ টাকা করে জমা করতে হবে ৷ ৪০ বছর বয়সে এই স্কিম শুরু করলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা করতে হবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা পেনশন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷
advertisement
আরও পড়ুন: ৪ টাকার শেয়ার হয়েছে ১৭৬ টাকা; ১ বছরে ১ লাখ টাকা হয়েছে ৪৫ লাখ টাকা! দেখে নিন এক নজরে!
দরকার পড়বে এই ডকুমেন্টের
এই যোজনার সুবিধা নেওয়ার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে ৷ এর পাশাপাশি আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷
এই ভাবে করতে হবে রেজিস্ট্রেশন
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার রেজিস্ট্রেশন করাতে হবে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে ৷ CSC সেন্টারের পোর্টালে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা ৷
আরও পড়ুন: ৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবেন পেনশন....
দিতে হবে যে যে তথ্য
রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড, সেভিংস বা জনধন অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর লাগবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের ডিটেল দিতে হবে যেখান থেকে যোজনার প্রিমিয়ামের টাকা কাটা হবে ৷