Life Certificate: ৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবেন পেনশন....

Last Updated:

Life Certificate: কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট ?

#নয়াদিল্লি: পেনশনভোগীদের জন্য লাইফ সার্টিফিকেট (Life Certificate) গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে একটি ৷ প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ ট্রেজারি, ব্যাঙ্কের শাখা, কমন সার্ভিস সেন্টার ও পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷ পেনশন জারি রাখার জন্য প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় ৷ তবে করোনার জেরে গত বছর থেকে এই সময়সীমা বাড়ানো হয়েছে ৷
পেনশনভোগীদের হাতে আর মাত্র ৬ দিন সময় রয়েছে ৷ লাইফ সার্টিফিকেটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে পেনশনভোগী ব্যক্তি জীবিত রয়েছেন ৷ লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন ৷ তাই সরকারের তরফে এবং ব্যাঙ্কের তরফে প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷
advertisement
advertisement
সাধারনত পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ৷ তবে এখন বাড়িতে বসেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা রয়েছে ৷
লাইফ সার্টিফিকেট- আপনার কাছে আধার কার্ড, বর্তমান মোবাইল নম্বর, পেনশন টাইপ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর হাতের কাছে রাখতে হবে, যাতে এজেন্ট বা পোস্টম্যান আসতেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবেন ৷ এর জন্য আধার নম্বর যে ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পেনশন নিয়ে থাকেন সেখানে রেজিস্টার থাকতে হবে ৷
advertisement
কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট ?
পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷
advertisement
স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ইত্যাদি ডোরস্টেপ পরিষেবা দিয়ে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ৷ ওয়েবসাইটে (doorstepbanks.com বা www.dsb.imfast.co.in/doorstep/login) মোবাইল অ্যাপ্লিকেশন বা (18001213721 या 18001037188) টোলফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ পরিষেবার জন্য বুকিং করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Certificate: ৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবেন পেনশন....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement