TRENDING:

বাম্পার অফার! Maruti Alto, Swift, Brezza-সহ একাধিক গাড়িতে মিলছে প্রচুর ডিসকাউন্ট....

Last Updated:

Discount on Maruti Cars: এই অফারে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও কর্পোরেট বেনিফিট সামিল রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে এটাই সেরা সময় ৷ দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মানকারী সংস্থা মারুতি সুজুকি তাদের এরিনা লাইন আপের একাধিক মডেলে ৩৬০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ এই অফারে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও কর্পোরেট বেনিফিট সামিল রয়েছে ৷
advertisement

এই অফার অল্টো (Alto), সেলেরিও (Celerio), এসপ্রেসো (S-Presso), সুইফট (Swift), ডিজায়ার (Dzire), ওয়াগানার (Wagon R), ইকো (Eeco) ও ভিটারা ব্রেজা (Vitara Brezza) মডেলে পাওয়া যাচ্ছে ৷ সংস্থার তরফে এই অফার এমন সময়ে দেওয়া হচ্ছে যখন টাটা মোটরসও একাধিক গাড়িতে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা করেছে ৷

আরও পড়ুন: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !

advertisement

Maruti Suzuki Alto-

অল্টো বাজেট গাড়ির মধ্যে অন্যতম ৷ প্রায় ২০ বছর ধরে বাজারে রয়েছে অল্টো ৷ 796cc ইঞ্জিন ও ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে একমাত্র Alto পেট্রোল ও CNG দুটি অপশনেই পাওয়া যায় ৷ অল্টোর উপরে সংস্থা প্রায় ৩৬০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ৷ তবে সিএনজি মডেলে কোনও ডিসকাউন্ট নেই ৷

advertisement

আরও পড়ুন: ১০০ ডলার ছুঁই ছুঁই অপরিশোধিত তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল-ডিজেলের দাম

Maruti Suzuki S-Presso

ভারতীয় বাজারে S-Presso প্রথম মাইক্রো এসইউভি-র মধ্যে একটি ৷ এই মডেলটিতে আপনি বর্তমানে ৩৬০০০ টাকা ছাড়ে পেয়ে যাবেন ৷ অফারে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও কর্পোরেট ছাড় সামিল রয়েছে ৷ তবে সিএনজি ভ্যারিয়েন্টে ডিসকাউন্ট তুলে নিয়েছে সংস্থা ৷

advertisement

আরও পড়ুন: পুরনো না নতুন? এক নজরে দেখে নিন ট্যাক্স স্ল্যাবের মধ্যে কোনটি বেশি ভাল!

Maruti Suzuki Wagon R

বাজারে মারুতির গাড়ির মধ্যে এটা বেশ জনপ্রিয় মডেল ৷ একাধিকবার এই মডেলটি আপডেট করে লঞ্চ করা হয়েছে ৷ এখন ওয়াগানারের ১.২ লিটার ভেরিয়েন্টে ৩১,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷ ১ লিটারের ভেরিয়েন্টে ২৬০০০ টাকার ছাড় দিচ্ছে সংস্থা ৷ অল্টো ও এসপ্রেসোর মতো সিএজি মডেলে কোনও ছাড় নেই ৷

advertisement

Maruti Suzuki Swift

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

থার্ড জেনারেশন মারুতি সুজুকি সুইফট দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ৷ এই হ্যাচব্যাকে ২৭০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে ৷ এলএক্সআই ভেরিয়েন্টে মিলবে ১৭০০০ টাকার ছাড় ৷ এছাড়া Dzire ৩১০০০ টাকা, Maruti Suzuki Eeco তে ২৪ হাজার, Vitara Brezza ও Celerio-তে ২২-২২ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাম্পার অফার! Maruti Alto, Swift, Brezza-সহ একাধিক গাড়িতে মিলছে প্রচুর ডিসকাউন্ট....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল