TRENDING:

Maruti Suzuki: বন্ধ হল মারুতি সুজুকির বিখ্যাত অল্টো এবং এস-প্রেসো মডেল! কেন এই সিদ্ধান্ত?

Last Updated:

Maruti Suzuki: সরকারের নতুন আইনের কথা মাথায় রেখেই মারুতি সুজুকি এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অটোমোবাইল নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের অল্টো (Alto) এবং এস-প্রেসো (S-Presso) মডেলের গাড়ির সিঙ্গল এয়ারব্যাগ লোয়ার ট্রিম ভ্যারিয়েন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অল্টোর STD, STD(O) এবং LXI ট্রিমগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে, এস-প্রেসোর STD এবং LXI ট্রিমগুলির সুবিধাও গ্রাহকরা আর পাবে না বলে জানানো হয়েছে। এই দুটি মডেল দুটি গাড়িরই বেস ভ্যারিয়েন্ট ছিল।
advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে অবশ্যই জেনে নিন কী কী সুবিধা মিলবে

মারুতি সুজুকি গাড়ির এই দুটি মডেল বন্ধ হওয়ার কারণে মারুতি সুজুকি অল্টো গাড়ির দাম মডেল অনুযায়ী ৪.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫.০৩ লক্ষ টাকা পর্যন্ত যায়। অন্য দিকে, মারুতি সুজুকি এস-প্রেসোর বেস মডেলের মূল্য ৩.৯৯ লক্ষ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাস ৫.৬৪ লক্ষ টাকা। দুটি গাড়িরই পেট্রোল এবং পেট্রোল-সিএনজি ভ্যারিয়েন্ট রয়েছে। এই গাড়িগুলির কোনও ডিজেল ভ্যারিয়েন্ট নেই।

advertisement

আরও পড়ুন: ১০০ ডলারের নীচে নামল অশোধিত তেলের দাম, পেট্রোল ও ডিজেলও কী সস্তা হল ?

গাড়িতে ৬টি এয়ারব্যাগ রাখতে হবে

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) নতুন আইনের মাধ্যমে পাঁচ মাস পর প্রত্যেকটি গাড়িতে কমপক্ষে ৬টি এয়ারব্যাগ রাখা বাধ্যতামূলক করতে চলেছে। সরকারের নতুন আইনের কথা মাথায় রেখেই মারুতি সুজুকি এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর মাস থেকে প্রত্যেকটি নতুন গাড়িকে স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসেবে ৬টি এয়ারব্যাগ দিয়ে সজ্জিত করতে হবে।

advertisement

দুটি গাড়িই স্ট্যান্ডার্ড ফিটমেন্ট সহ উপলব্ধ রয়েছে

কোম্পানির এই পদক্ষেপের পর মারুতি সুজুকি অল্টো এবং এস-প্রেসো দুটি গাড়িই বর্তমানে স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসেবে ডবল ফ্রন্ট এয়ারব্যাগের সাথে পাওয়া যাচ্ছে। সিঙ্গল এয়ারব্যাগ ট্রিম বিকল্পটি কী কারণে বন্ধ করা হয়েছে সেই বিষয়ে কোনও স্পষ্টতা প্রদান করেনি সংস্থাটি। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের নতুন আইনের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ আগামী অক্টোবর মাস থেকে প্রত্যেকেটি গাড়িতে মানসম্মত ডবল ফ্রন্ট এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক। এই কারণেই কোম্পানি সিঙ্গল এয়ারব্যাগ সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু কি?

কোন কোন গাড়িতে সিঙ্গল এয়ারব্যাগ রয়েছে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অল্টো এবং এস-প্রেসো ছাড়াও মারুতি সুজুকি সেলেরিও এবং ওয়াগনআর গাড়িতে সিঙ্গেল এয়ারব্যাগ ব্যবহার করা হত। পরে তা আপডেট করে সিঙ্গলের পরিবর্তে ডবল ফ্রন্ট এয়ারব্যাগের সুবিধা শুরু করা হয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Maruti Suzuki: বন্ধ হল মারুতি সুজুকির বিখ্যাত অল্টো এবং এস-প্রেসো মডেল! কেন এই সিদ্ধান্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল