TRENDING:

Marigold Cultivation: সারাবছর থাকে ব্যাপক চাহিদা! গাঁদা চাষ করেই বিরাট লাভ, আয় হবে কাঁড়ি কাঁড়ি টাকা

Last Updated:

Marigold Cultivation: শুধুমাত্র শীতকাল নয়, সারাবছরই গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বর্তমানে সারাবছর ধরেই গাঁদা ফুলের চাহিদা থাকায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গাঁদা ফুল সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ফুল হয়ে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : শাক-সবজি অনান্য ফসলের তুলনায় গাঁদা ফুলে লাভ বেশি। তাই গতানুগতিক চাষের পরিবর্তে গাঁদা ফুল চাষ করে ব্যাপক অংকের লভ্যাংশ ঘরে আসছে। সবজি চাষবাস থেকে বেরিয়ে এসে গাঁদা ফুল চাষে অবতীর্ণ হয়েছে তাঁরা। শুধুমাত্র শীতকাল নয়, সারাবছরই গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বর্তমানে সারাবছর ধরেই গাঁদা ফুলের চাহিদা থাকায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিয়েবাড়ি বা শ্রাদ্ধবাড়িতে, পুজো পার্বণে এবং গৃহসজ্জার কাজেও গাঁদা ফুল সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ফুল হয়ে দাঁড়িয়েছে।
advertisement

জেলায় অবশ্য এখনও পর্যন্ত সেভাবে উপলব্ধ নয় ফুলের বীজ বা ফুলের জন্য প্রয়োজন সার ও ওষুধ। এরপরেও বালুরঘাট ব্লকের মাহিনগর, পাগলীগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকার প্রচুর কৃষক ধান, সবজি-সহ অন্যান্য চাষ বন্ধ করে তাঁরা ঝুঁকেছেন গাঁদা ফুল চাষের দিকে। ফুল চাষিদের পক্ষ থেকে জানা যায়, “ধান কিংবা অন্যান্য সবজি চাষ করতে গেলে যে পরিমাণ মূলধনের প্রয়োজন তার থেকে অনেকটাই লাগে। এই ফুল চাষে এমনকি দৈহিক পরিশ্রমের পরিমাণও অনেকটাই কম। এর ফলে এই বিস্তীর্ণ এলাকার বহু কৃষকেরা গাঁদা ফুল চাষে মনোযোগী হয়েছেন।”

advertisement

আরও পড়ুন-রেহাই নেই বাংলার! পশ্চিমী ঝঞ্ঝা-নিম্নচাপের কড়া হুশিয়ারি, ঝেঁপে বৃষ্টি আসছে এই ৩ জেলায়, কী হবে কলকাতায়? আবহাওয়ার বড় খবর

বালুরঘাট বাজার-সহ জেলার অন্যান্য বাজারে গাঁদা ফুলের চাহিদা রয়েছে ব্যাপক। পুজোর মরশুমে এবার ফুল বিক্রি হয়েছে পাইকারি বাজারে প্রায় ২০০ টাকা কেজি। এখন যখন ফুল ফোটা শুরু হয়েছে তখন দাম চলছে প্রায় ৫০ টাকা প্রতি কেজি পাইকারি বাজারে। বাজারে ব্যাপক চাহিদা ও দাম পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। তার কারণ ধান চাষ করে বা অন্যান্য চাষ করে যে লাভ তাদের ঘরে আসত, তার থেকে অনেক বেশি লাভ তাঁরা করতে পারছেন।শুধু তা নয়, অবসর সময়ে বাড়ির মহিলারাও ফুল তোলার কাজে নিজেদের শ্রম দিতে পারছেন। যা অনেকটাই সাশ্রয়কারি।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, শনিদেবের মহাসদয়ে এই ৫ রাশি ধনকুবের, টাকা গুণে শেষ হবে না, আপনার ভাগ্যে কী?

তবে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের শীতের প্রকোপ এর সঙ্গে কুয়াশা দীর্ঘ সময় থাকার কারণে ফুলের উৎপাদন ব্যাঘাত ঘটে উত্তরের জেলাগুলিতে। সেখান থেকেও নিস্তার পাওয়ার কোনও রাস্তা জানা নেই কৃষকদের। বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ এবং সঠিক পরামর্শ পেলে উত্তরের কৃষকরা ও পাল্লা দিতে পারবে দক্ষিণের ফুল চাষিদের সঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Marigold Cultivation: সারাবছর থাকে ব্যাপক চাহিদা! গাঁদা চাষ করেই বিরাট লাভ, আয় হবে কাঁড়ি কাঁড়ি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল