ইক্যুইটি ফার্ম ক্রিসক্যাপিট্যালে বিনিয়োগকারী ম্যানকাইন্ড ফার্মা মার্কেট রেগুলেটরি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি (SEBI)-র কাছে নিজেদের কাগজ জমা দিয়েছে। সেই কাগজ অনুযায়ী আইপিও-র দ্বারা কোম্পানির পেমেন্টস, বিনিয়োগকারী এবং শেয়ারধারকের মোট ৪,০০,৫৮,৮৮৪ ইক্যুইটি শেয়ার বিক্রি করার দাবি জানিয়েছে। রমেশ জুনেজা এবং রাজীব জুনেজা যথাক্রমে ৩৭,০৫,৪৪৩ এবং ৩৫,০৫,১৪৯ শেয়ার বিক্রি করবেন। অন্য দিকে শীতল অরোরা ২৮,০৪,১১৯ শেয়ার বিক্রি করবেন।
advertisement
আরও পড়ুন: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম
এ-ছাড়াও কেয়ার্নহিল সিআইপিইএফ দ্বারা ১,৭৪,০৫,৫৫৯ শেয়ার, কেয়ার্নহিল সিজিপিও দ্বারা ২৬,২৩,৮৬৩ ইক্যুইটি শেয়ার, বেজ লিমিটেড দ্বারা ৯৯,৬৪,৭১১ শেয়ার এবং লিঙ্ক ইনভেস্টমেন্ট ট্রাস্ট দ্বারা ৫০,০০০ শেয়ার বিক্রি করবে। কোম্পানির এই প্রস্তাবে কোনও আয় প্রাপ্ত হবে না। কাগজ অনুযায়ী সকল আয় শেয়ারধারকদের দেওয়া হবে, যাঁরা শেয়ার বিক্রি করবেন। কোম্পানির শেয়ার বিএসই এবং এনএসইতে সূচিবদ্ধ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
কোম্পানি:
ম্যানকাইন্ড ফার্মা প্রেসক্রিপশন ওষুধ, ওটিসি প্রোডাক্ট এবং ভেটেরেনারি ওষুধ তৈরি করে থাকে। ম্যানকাইন্ড ফার্মার টপ ব্র্যান্ড হল প্রেগা নিউজ, ম্যানফোর্স, আনওয়ান্টেড-২১, একনেস্টার, রিংআউট, গ্যাসো-ফাস্ট এবং কব্জ হারের মতো প্রোডাক্ট। ম্যানকাইন্ড ফার্মা কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই কোম্পানিতে ১৪ হাজারের বেশি কর্মী কাজ করেন। আর এই সংস্থার ব্যবসা আমেরিকা, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, কেনিয়া, ক্যামেরুন, মায়ানমার এবং ফিলিপিন্স-সহ প্রায় ৩৪টি দেশে ছড়িয়ে রয়েছে।
আরও পড়ুন: জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে
আর এমন একটি জনপ্রিয় কোম্পানি এবার নিজেদের আইপিও-তে নথিবদ্ধ করতে চাইছে। ম্যানকাইন্ড ফার্মা কোম্পানি এর মাধ্যমে তাদের শেয়ার বিক্রি করে টাকা তুলতে চাইছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, ম্যানকাইন্ড ফার্মা কোম্পানি শেয়ার বিক্রির টাকা কোম্পানির ঘরে না-তুলে সেই টাকা শেয়ার ধারকদের মধ্যে দিয়ে দেবে বলে জানা গিয়েছে। এর জন্য ইতিমধ্যেই তারা প্রয়োজনীয় কাজকর্ম শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যানকাইন্ড ফার্মা এর প্রথম ধাপ হিসেবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি-র কাছে ইতিমধ্যেই কোম্পানির কাগজপত্র জমা দিয়েছে।