মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এককালীন বিনিয়োগ স্কিম। সুদের হার পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং ফিক্সড ডিপোজিটের তুলনায় কিছুটা বেশি। নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের সুযোগ তৈরি করে নারী ক্ষমতায়ণকে উৎসাহিত করাই এই স্কিমের প্রাথমিক লক্ষ্য।
আরও পড়ুন: বাকি মাত্র ৪৫ দিন; প্যান নম্বর নিয়ে কী কী বিপদে পড়তে পারেন জানা আছে তো?
advertisement
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের প্রধান বৈশিষ্ট
১। ঝুঁকিমুক্ত বিনিয়োগ: এটি সরকার সমর্থিত ফিক্সড ইনকাম সেভিংস স্কিম। বাজারের ওঠানামার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ফলে ঝুঁকিও নেই।
২। যোগ্যতার মানদণ্ড: শুধুমাত্র কন্যা শিশু এবং মহিলারাই ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
৩। বিনিয়োগের মেয়াদ: এটি এককালীন বিনিয়োগ বিকল্প। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এখানে বিনিয়োগ করা যাবে। মেয়াদ ২ বছর।
৪। প্রতিযোগিতামূলক সুদের হার: এই স্কিমে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। যা বেশিরভাগ ফিক্সড ইনকাম সেভিংস প্ল্যানের চেয়ে বেশি।
৫। বিনিয়োগের সীমা: এই স্কিমে সর্বাধিক বিনিয়োগের সীমা ২ লক্ষ টাকা। তবে কোনও ন্যূনতম সীমা নির্দিষ্ট করা হয়নি।
৬। ট্যাক্স ছাড়: ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলিতে সাধারণত ৮০সি ধারার অধীনে ট্যাক্স ছাড় পাওয়া যায়। তবে এই স্কিমে এখনও ট্যাক্সছাড় সম্পর্কিত কোনও ঘোষণা করেনি সরকার।
৭। অকাল প্রত্যাহার: আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে।
৮। আবেদন প্রক্রিয়া সহজ: নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের জন্যে আবেদন করা যায়।
আবেদনের পদ্ধতি: যে কোনও বয়সের মহিলারা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। নাবালিকা কন্যার নামেও অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট খোলার সময় পূরণ করতে হবে ফর্ম-১। সঙ্গে লাগবে কেওয়াইসি নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, রঙিন ছবি ইত্যাদি।
অকাল প্রত্যাহার: ২ বছরের মেয়াদ শেষের আগেই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট বন্ধ করা যায়। তবে কিছু শর্ত রয়েছে। সেগুলি হল –
· কোনও কারণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৬ মাসের মধ্যে অকাল প্রত্যাহার করতে চাইলে ৫.৫ শতাংশ হারে সুদ মিলবে।
· অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে অকাল প্রত্যাহার করা যায়।
· এছাড়া অ্যাকাউন্ট হোল্ডারের মারণ রোগ, নথিপত্র তৈরির পর অভিভাবকের মৃত্যু ইত্যাদি সংবেদনশীল পরিস্থতিতে অকাল প্রত্যাহারের সুযোগ আছে। এই ক্ষেত্রে মূল পরিমাণের উপর সুদ প্রদান করা হবে।