আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দাম রয়েছে ৬০,০০০ টাকার নীচে, জেনে নিন লেটেস্ট রেট...
মানিটকন্ট্রল ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি অ্যামাউন্ট ৭৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ পাঁচ কিলোগ্রামের সিলিন্ডারের জন্য এবার ৩৫০ টাকা বেশি দিতে হবে ৷ সিলিন্ডারের সঙ্গে যে গ্যাস রেগুলেটর দেওয়া হয় তার দামও ১০০ টাকা বাড়ানো হয়েছে ৷ উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা দ্বিতীয় সিলিন্ডার নিলে দিতে হবে বেশি টাকা ৷
advertisement
আরও পড়ুন: লোকসানেই খুলল বাজার! জানুন কোন স্টকে বাজি ধরবেন!
কত টাকা বাড়ল দাম ?
এবার নয়া রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য উপভোক্তাদের ২২০০ টাকা দিতে হবে ৷ এর আগে এর জন্য ১৪৫০ টাকা দিতে হত ৷ একই ভাবে এখানে সিলিন্ডারের সিকিউরিটি হিসেবে ৭৫০ টাকা বেশি জমা দিতে হবে ৷ এর পাশাপাশি রেগুলেটরের জন্য ২৫০ টাকা, পাসবুকের জন্য ২৫ এবং পাইপের জন্য ১৫০ টাকা আলাদা করে দিতে হবে ৷ এই হিসেবে প্রথমবার গ্যাস সিলিন্ডার কানেকশনের জন্য মোট ৩৬৯০ টাকা খরচা করতে হবে ৷ দুটি সিলিন্ডার নিলে সিকিউরিটি হিসেবে দিতে হবে ৪৪০০ টাকা ৷