সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ সকালে এমসিএক্সে রুপোর দাম ৩৭২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯,৮৭৩ টাকা হয়েছে ৷ মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৯,৮০০ টাকা ৷ তবে চাহিদা বাড়ার সময় দাম ০.৬৩ শতাংশ বেড়ে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ মার্চে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৭৩ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷
ঊর্ধ্বমুখী গ্লোবাল মার্কেট-
গ্লোবাল মার্কেটে ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ মার্কিন বুলিয়ান বাজারে সকালে সোনার দাম ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৮১৩.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম প্রতি আউন্সে ২১.১৪ ডলার ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে একটা সময় সোনার দাম ২০০০ ডলার প্রতি আউন্স এবং রুপোর দাম ২৭ ডলার প্রতি আউন্সের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷