TRENDING:

LPG Commercial Cylinders: আজ থেকে বিপুল দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের !

Last Updated:

কর্মাশিয়াল সিলিন্ডারের দাম প্রায় ২৬৬ টাকা বাড়ানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিপুল দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price) ৷ আশঙ্কা করা হচ্ছিল রান্নার গ্যাসের দাম বাড়ানো হতে পারে ৷ একদিকে পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দাম ৷ অন্যদিকে রান্নার গ্যাসের আর ও দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠতে চলেছিল মধ্যবিত্তের ৷ তবে এবারের মতো কিছুটা স্বস্তি মিলল ৷ বাড়ির রান্নার গ্যাস নয়, এবার দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের ৷ হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা এর জেরে প্রভাবিত হতে চলেছে ৷
advertisement

আরও পড়ুন: দিনে মাত্র ২০০ টাকা বাঁচিয়ে হয়ে যেতে পারেন ৩২ লক্ষ টাকার মালিক !

কর্মাশিয়াল সিলিন্ডারের দাম প্রায় ২৬৬ টাকা বাড়ানো হয়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোর বাণিজ্যিক সিলিন্ডারের দাম সোমবার থেকে ১৭৩৪ টাকা থেকে বেড়ে ২০০০.৫০ টাকা হতে চলেছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দামে এদিন কোনও বদল করা হয়নি ৷

advertisement

আরও পড়ুন: Dhanteras 2021- এই ধনতেরসে আরও বাড়বে সোনার চাহিদা ?

মুম্বইতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৬৮৩ টাকা থেকে বাড়িয়ে ১৯৫০ টাকা করা হয়েছে ৷ কলকাতায় দাম বেড়ে হয়েছে ২০৭৩.৫০ টাকা ৷ চেন্নাইয়ে ২১৩৩ টাকা ৷

দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৮৯৯.৫০ টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, বাড়ির রান্নার গ্যাসের দাম ৬ অক্টোবর বাড়ানো হতে পারে ৷ কলকাতায় ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা ৷ চেন্নাইয়ে ৯১৫.৫০ টাকা ৷ অপরিশোধিতে তেলের দাম বৃদ্ধির জেরে শীঘ্রই বাড়ির রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা পেরিয়ে যেতে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷ চলতি বছরে জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম ৬৯৪ টাকা থেকে বেড়ে ৮৯৯.৫০ টাকা হয়ে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: PM Kisan: অ্যাকাউন্টে আসতে চলেছে ৪০০০ টাকা, শীঘ্রই জমা করুন এই ডকুমেন্ট

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১৪.২ কিলোগ্রামে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে ৷ ১২ টা সিলিন্ডারের বেশি লাগলে ভর্তুকিহীন দামে সিলিন্ডার কিনতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Commercial Cylinders: আজ থেকে বিপুল দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল