লাভজনক এই পায়রা পালনের জন্য কোন বাড়তি জ্ঞান ও শিক্ষার প্রয়োজনও হয় না। শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই পায়রা পালন করে বেকারত্ব দূর করা যায়। পায়রা প্রতি মাসে দুটি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স ২১ দিন হলেই বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো অন্যান্য পাখির মতো পায়রা খাদ্যের অপচয় বেশি করে না। বরং বলা যায় অপচয়রোধী পাখি পায়রা।
advertisement
আরও পড়ুন: দিনেদুপুরে ব্যাঙ্কের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা! গ্রাহকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন ছিনতাইবাজ
পায়রার বিভিন্ন জাত রয়েছে। বলা হয় পৃথিবীতে ৬০০ জাতের পায়রা রয়েছে। আমাদের দেশে শখের বশে সিরাজী, ময়ুরপঙ্খী, লাহোরি, ফ্যানটেইল, জেকোভিন, মুখি, গিরিবাজ, টাম্পলার, লোটন প্রভৃতি পায়রা বেশি পালন করা হয়।
পায়রার জন্য কীভাবে ঘর তৈরি করবেন তা জেনে নিন। সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে ক্ষতিকর প্রাণী পায়রাকে খেয়ে ফেলতে না পারে সে জন্য প্রয়োজন উঁচু ও শক্ত ঘর তৈরি করতে হবে। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের চাটাই, পলিথিন, খড় এই সমস্ত জিনিস ব্যবহার করে পায়রার ঘর বানানো উচিত। কী খাওয়াবেন পায়রা সাধারণত ভুট্টা, ধান, চাল, করাই, মটর, সরিষা, গম এই ধরনের খাবার খাওয়াবেন।
আরও পড়ুন: বেহাল রাস্তায় পিছলে পড়ছে বাইক থেকে মানুষ! ভুলেও জয়নগরের ‘এই’ পথ মাড়াবেন না
পায়রার কোন রোগ হলে কী করবেন? পায়রার খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না। তবে যেসব রোগ হয় সেগুলোর মধ্যে বসন্ত, কলেরা, রক্ত আমাশয় রোগ দেখা দিলে আক্রান্ত পায়রার গুটিতে টিংচার আয়োডিন বা স্যাভলন লাগানো যেতে পারে। এই ভাবে পায়রার যত্ন নিলে এটি পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।