আবগারি দফতর সূত্রে খবর, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বোলপুর ও শান্তিনিকেতন এলাকার ৪৪টি দোকান থেকে মদ বিক্রি হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৯৬ হাজার ৪১১ টাকার। কোন মদ কত পরিমান বিক্রি হয়েছে? এ প্রসঙ্গে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দেশি মদ বিক্রি হয়েছে ৯৮ লক্ষ ৬৩ হাজার ২৪০ টাকার, বিদেশি মদ বিক্রি হয়েছে ১ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৭৪০ টাকার। শীতের মরশুমেও বিয়ার বিক্রি হয়েছে ২৬ লক্ষ ৭ হাজার ৪৩০ টাকার। এই অঙ্ক বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
advertisement
প্রসঙ্গত, চলতি বছর অন্যান্য বছরে তুলনায় হোটেল ভাড়া অনেকটাই বেশি ছিল তবুও পৌষমেলার শুরু কয়েকদিন আগেই প্রায় ৯০ শতাংশ হোটেল রিসোর্ট বুকিং হয়ে গিয়েছিল। যে কয়েকটি হোটেল অথবা রিসোর্ট ফাঁকা ছিল সেগুলিও পৌষমেলার দিন সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। সব মিলিয়ে জমজমাট ভাবে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শেষ হয় প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগমের মধ্য দিয়ে। পাশাপাশি বিকিকিনি চলে দেদার।
তবে শুধুমাত্র পৌষমেলা নয়, শীতের আমেজ গায়ে মেখে গোটা জানুয়ারি মাসেই শান্তিনিকেতনে ভিড় থাকবে পর্যটকদের, বলে মনে করা হচ্ছে। ফলে হোটেল, মদ দোকানের ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য ব্যবসাও লাভের মুখ দেখবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।






