পিপিএফ হল অবসরকালীন সঞ্চয় প্রকল্প। যে কোনও কর্মী বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অবসর জীবন সুনিশ্চিত করতে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র। এতে প্রতি বছর ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যায়। অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়, তার উপর আয়কর (Income Tax) ছাড়ের সুবিধাও মেলে।
advertisement
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে
জানুয়ারি থেকে মার্চ, চলতি ২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং পোস্ট অফিসের স্কিমে সুদের হার একই রেখেছে কেন্দ্র। বর্তমানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ৭.১ শতাংশ। এই সুদের হার ঠিক করে অর্থ মন্ত্রক, যা ৩১ মার্চ থেকে বলবত হয়। প্রতি মাসে পঞ্চম এবং শেষ দিনের মধ্যে সর্বনিম্ন ব্যালেন্সের উপর সুদ গণনা করা হয়।
যে কোনও পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ছাড়াও এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI), অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) মতো বেসরকারি ব্যাঙ্কগুলিতেও এখন এই পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
কীভাবে ৫টি সহজ ধাপে অনলাইনে গ্রাহকরা পিপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন তা জানানো হল –
প্রথম ধাপ: ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ: ‘আধার নম্বর রেজিস্ট্রেশন ইন ইন্টারনেট ব্যাঙ্কিং’ অপশনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ: সেখানে ১২ সংখ্যার আধার নম্বর লিখে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কী কী করবেন ? জেনে নিন বিস্তারিত....
চতুর্থ ধাপ: পিপিএফ অ্যাকাউন্টকে আধার নম্বরের সাথে লিঙ্ক করতে, এটি বেছে নিন এবং ‘ফিনিশ’ অপশনে ক্লিক করতে হবে।
পঞ্চম ধাপ: ঠিকঠাকভাবে আধার লিঙ্ক হল কিনা তা দেখার জন্য হোমপেজে গিয়ে ‘ইনকোয়ারি’ অপশনে ক্লিক করে দেখে নেওয়া যায়।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন তারা সব সুবিধাই অনলাইনে দিতে চায়। তা সে কেওয়াইসি আপডেট হোক কিংবা অগ্রিমের জন্য অনুরোধ কিংবা টাকা তোলা, সবই হতে চলেছে অনলাইনে। সেই কারণে সুবিধাভোগীকে চিহ্নিত করতেই এই পদক্ষেপ অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তির কথা বলা হয়েছে।