Tax Savings Scheme: ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কী কী করবেন ? জেনে নিন বিস্তারিত....

Last Updated:

Tax Savings Scheme: এই সমস্ত স্কিমে ইনভেস্ট করে গ্যারেন্টিড রিটার্নের পাশাপাশি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷

#নয়াদিল্লি: বাজেটে এবারেও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Income Tax Slabs 2022-23)৷ ফলে ট্যাক্স বাঁচানোর জন্য আপনাকে সঠিক ফিন্যান্সিয়াল প্ল্যান করতে হবে ৷ এরকম বেশ কয়েকটি স্কিম রয়েছে যা আপনার জন্য বেশ লাভজনক প্রমানিত হতে পারে ৷ এই সমস্ত স্কিমে ইনভেস্ট করে গ্যারেন্টিড রিটার্নের পাশাপাশি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- আয়কর বাঁচানোর জন্য সবচেয়ে ভালো সরকারি স্কিম মনে করা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে ৷ পিপিএফে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে সেকশন ৮০সি অনুযায়ী, ইনভেস্টমেন্টের উপরে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন ৷ পিপিএফে ইনভেস্টমেন্টের গ্যারেন্টি দিয়ে থাকে সরকার ৷ অর্থাৎ এখানে আপনার টাকা ডুববে না ৷ বর্তমানে সরকার পিপিএফে ৭.১০ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
ন্যাশনাল পেনশন স্কিম (NPS)- সরকারি এই সেভিংস স্কিমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০ সি অনুযায়ী ট্যাক্সে ১.৫ লক্ষ টাকা ছাড়া ৫০,০০০ টাকার সুবিধা নেওয়া যেতে পারে ৷ এনপিএসে ইনভেস্ট করে আপনি মোট ২ লক্ষ টাকার আয়কর ছাড়ের লাভ নিতে পারবেন ৷ এখানে মাসে ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন ৷ যে কোনও ভারতীয় নাগরিক যাঁদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে তাঁরা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement
জীবন বিমা (Life Insurance)- ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যানে ইনভেস্ট করে ট্যাক্স ছাড়ের সুবিধা নিতে পারবেন ৷ ২.৫ লক্ষ টাকার বেশি ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যানে দেওয়া প্রিমিয়ামে ট্যাক্স ছাড় পাওয়া যায় না ৷ নতুন আয়কর নিয়ম অনুযায়ী, জীবন বিমা পলিসিগুলির ম্যাচিউরিটির আয়ে ধারা 10(10ডি) অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান ৫ বছরের লকইন পিরিয়ড থাকে ৷
advertisement
ট্যাক্স সেভিং এফডি (Tax Saving FD)- ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে আপনি ইনকাম ট্যাক্স বাঁচাতে পারবেন ৷ ট্যাক্স সেভিংস এফডি-তে ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে ৷ ট্যাক্স সেভিংস এফডি-র সুদের হার সময় সময়ে বদলাতে থাকে ৷ এখানে ইনভেস্ট করা সুরক্ষিত এবং পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার উপরে ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পেয়ে যাবেন ৷
advertisement
ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ELSS)- এটি এক প্রকারের ইক্যুইটি ফান্ড এবং এটা একটাই মিউচুয়াল ফান্ড যা আয়কর অধিনিয়মের ধারা ৮০ সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়ে থাকে ৷ ELSS এ বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন বা লাভ করের আওতায় পড়ে না ৷ এখানে ৩ বছরের লকইন পিরিয়ড রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Savings Scheme: ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কী কী করবেন ? জেনে নিন বিস্তারিত....
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement