Tax Savings Scheme: ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কী কী করবেন ? জেনে নিন বিস্তারিত....

Last Updated:

Tax Savings Scheme: এই সমস্ত স্কিমে ইনভেস্ট করে গ্যারেন্টিড রিটার্নের পাশাপাশি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷

#নয়াদিল্লি: বাজেটে এবারেও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Income Tax Slabs 2022-23)৷ ফলে ট্যাক্স বাঁচানোর জন্য আপনাকে সঠিক ফিন্যান্সিয়াল প্ল্যান করতে হবে ৷ এরকম বেশ কয়েকটি স্কিম রয়েছে যা আপনার জন্য বেশ লাভজনক প্রমানিত হতে পারে ৷ এই সমস্ত স্কিমে ইনভেস্ট করে গ্যারেন্টিড রিটার্নের পাশাপাশি কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- আয়কর বাঁচানোর জন্য সবচেয়ে ভালো সরকারি স্কিম মনে করা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে ৷ পিপিএফে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে সেকশন ৮০সি অনুযায়ী, ইনভেস্টমেন্টের উপরে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন ৷ পিপিএফে ইনভেস্টমেন্টের গ্যারেন্টি দিয়ে থাকে সরকার ৷ অর্থাৎ এখানে আপনার টাকা ডুববে না ৷ বর্তমানে সরকার পিপিএফে ৭.১০ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
ন্যাশনাল পেনশন স্কিম (NPS)- সরকারি এই সেভিংস স্কিমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০ সি অনুযায়ী ট্যাক্সে ১.৫ লক্ষ টাকা ছাড়া ৫০,০০০ টাকার সুবিধা নেওয়া যেতে পারে ৷ এনপিএসে ইনভেস্ট করে আপনি মোট ২ লক্ষ টাকার আয়কর ছাড়ের লাভ নিতে পারবেন ৷ এখানে মাসে ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন ৷ যে কোনও ভারতীয় নাগরিক যাঁদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে তাঁরা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement
জীবন বিমা (Life Insurance)- ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যানে ইনভেস্ট করে ট্যাক্স ছাড়ের সুবিধা নিতে পারবেন ৷ ২.৫ লক্ষ টাকার বেশি ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যানে দেওয়া প্রিমিয়ামে ট্যাক্স ছাড় পাওয়া যায় না ৷ নতুন আয়কর নিয়ম অনুযায়ী, জীবন বিমা পলিসিগুলির ম্যাচিউরিটির আয়ে ধারা 10(10ডি) অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান ৫ বছরের লকইন পিরিয়ড থাকে ৷
advertisement
ট্যাক্স সেভিং এফডি (Tax Saving FD)- ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে আপনি ইনকাম ট্যাক্স বাঁচাতে পারবেন ৷ ট্যাক্স সেভিংস এফডি-তে ৫ বছরের লক-ইন পিরিয়ড থাকে ৷ ট্যাক্স সেভিংস এফডি-র সুদের হার সময় সময়ে বদলাতে থাকে ৷ এখানে ইনভেস্ট করা সুরক্ষিত এবং পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার উপরে ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পেয়ে যাবেন ৷
advertisement
ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ELSS)- এটি এক প্রকারের ইক্যুইটি ফান্ড এবং এটা একটাই মিউচুয়াল ফান্ড যা আয়কর অধিনিয়মের ধারা ৮০ সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়ে থাকে ৷ ELSS এ বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন বা লাভ করের আওতায় পড়ে না ৷ এখানে ৩ বছরের লকইন পিরিয়ড রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Savings Scheme: ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কী কী করবেন ? জেনে নিন বিস্তারিত....
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement