জেনে নিন কীভাবে দায়বদ্ধতা শংসাপত্রের জন্য অফলাইনে আবেদন করবেন....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দায়বদ্ধতা শংসাপত্রের অফলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি লাগবে জেনে নিন...
#নয়াদিল্লি: নতুন বাড়ি, জমি বা সম্পত্তি কেনা জীবনের অন্যতম বড় পদক্ষেপ। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য। কারণ মধ্যবিত্তরা বছরের পর বছর ধরে ধীরে ধীরে সঞ্চয় করে বাড়ি অথবা জমি কেনার জন্য টাকা জমান। অনেকে লোন নিয়েও নতুন সম্পত্তি ক্রয় করেন। শেষে যদি দেখা যায়, সঞ্চিত অর্থে কেনা বাড়ি বা সম্পত্তি আগে থেকেই আইনি জটিলতায় ফেঁসে রয়েছে এবং বর্তমান ক্রেতাকেই তার দায় বহন করতে হবে, তখন পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। টাকা এবং সম্পত্তি, এ-কূল ও-কূল দুই-ই যায়। এই জাতীয় বিপদ এড়াতে নতুন বাড়ি-জমি কেনার সময় ওই সম্পত্তির বিষয়ে সমস্ত তথ্য জানা উচিত। মালিকানার দাবিদার থেকে শুরু করে সম্পত্তিটি কোনও অর্থনৈতিক বা আইনি দায়ে ফেঁসে রয়েছে কি না, সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নেওয়া দরকার।
সম্পত্তির অর্থনৈতিক এবং আইনি দায় কী?
advertisement
অনেক সময়ই দেখা যায় যে, ক্রেতারা বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়ো নথির জালে পড়ে বৈধ ভাবে ক্রয়যোগ্য নয়, এমন সম্পত্তি কিনে বসে থাকেন। কখন একটি সম্পত্তি ক্রয়যোগ্য নয়? যখন কোনও সম্পত্তিকে বন্ধক রাখা হয় বা বন্ধক হিসেবে জমা রেখে ঋণ নেওয়া হয়, সে ক্ষেত্রে ঋণদাতা সম্পত্তির উপর ‘লিয়েন’ বা এক ধরনের চার্জ ধার্য করে। এই চার্জ বসানোর অর্থ হল, যত ক্ষণ না-ঋণগ্রহীতা/মালিক বন্ধকীর সমস্ত টাকা পরিশোধ করছেন, তত ক্ষণ সেই সম্পত্তি অন্য কাউকে বিক্রি করা যাবে না। অর্থাৎ, সম্পত্তিটি বিক্রয়ের এবং ক্রয়ের অযোগ্য হয়ে যায়। এই কারণে কোনও সম্পত্তি কেনার আগে যাচাই করে নেওয়া উচিতি সম্পত্তিটি ক্রয়ের জন্য আইনি ভাবে বৈধ কি না।
advertisement
একটি সম্পত্তির আইনি দায়বদ্ধতা রয়েছে কিনা, তা কী ভাবে বোঝা যাবে?
এই প্রশ্নের একমাত্র উত্তর হল-- দায়বদ্ধতা শংসাপত্র। দায়বদ্ধতা শংসাপত্র হল, এমন একটি সরকারি নথি, যার সাহায্যে যে কোনও সম্পত্তির অর্থনৈতিক এবং আইনি জটিলতা সম্বন্ধে জানা যায়। এটি রাজ্য সরকারের ভূমি দফতরের তরফে জারি করা হয়। উপভোক্তার আবেদনের উপর ভিত্তি করে এই শংসাপত্র প্রদান করা হয়। আবেদনের সময় ফর্মে উল্লেখ করে দিতে হয় যে, কত বছর থেকে কত বছরের মধ্যেকার সময়সীমার জন্য দায়বদ্ধতা শংসাপত্র প্রয়োজন। ক্রেতার সুবিধার্থে সময়সীমা উল্লেখ্য করে দিতে বলা হয়, যাতে কম সময়ের মধ্যে তথ্য খুঁজে উত্তর দেওয়া সম্ভব হয়। আবেদনের সময় ফি হিসেবে সরকার নির্ধারিত কিছু পরিমাণ টাকা প্রদান করতে হয়। ফর্মে উল্লেখিত সময়সীমা কম হলে কম টাকা লাগে এবং বেশি হলে স্বাভাবিক ভাবেই টাকার অঙ্কটা বেড়ে যায়।
advertisement
দুই রকম প্রক্রিয়ায় দায়বদ্ধতা শংসাপত্রের আবেদন করা যায়-- অনলাইন এবং অফালাইন। শুধুমাত্র কয়েকটি রাজ্যে অনলাইনে শংসাপত্রের আবেদনের পরিষেবা রয়েছে। অনলাইন প্রক্রিয়া খুব দ্রুত হয় এবং ২-৩ দিনের মধ্যে শংসাপত্র পাওয়া যায়।
দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া বেশির ভাগ রাজ্যেই এখনও অফলাইন প্রক্রিয়ার মাধ্যমেই শংসাপত্রের জন্য আবেদন করতে হয়। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে আবেদন করে এই নথি সংগ্রহ করতে হয়।
advertisement
কী ভাবে অফলাইনে আবেদন করবেন?
advertisement
advertisement
অনলাইনে দায়বদ্ধতা শংসাপত্র আবেদনের স্ট্যাটাস কী ভাবে দেখা যায়?
শংসাপত্র আবেদনের স্টেটাস ট্র্যাক করার পদ্ধতি বিভিন্ন রাজ্যের ওয়েবসাইটের জন্য ভিন্ন হয়। সব রাজ্যে অনলাইন আবেদনের সুবিধা না-থাকলেও বেশির ভাগ রাজ্যের ভূমি দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে অফলাইন আবেদনের স্ট্যাটাস দেখার সুবিধা রয়েছে। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় রেফারেন্স নম্বর দিলেই জানা যায় যে, আবেদনটি অনুমোদিত হয়েছে কি না। যদি ওয়েবসাইটে দেখায় দায়বদ্ধতা শংসাপত্র জারি করা হয়ে গিয়েছে, তখন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নথিটি সংগ্রহ করতে হবে।
advertisement
অফলাইন আবেদনে কত দিনে শংসাপত্র হাতে পাওয়া যায়?
একটি অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে একটু বেশি সময় লাগে। ফর্ম ২২ জমা দিয়ে আসার ১৫-৩০ দিন পর দায়বদ্ধতা শংসাপত্র নথিটি আবেদনকারীর হাতে আসে।
দায়বদ্ধতা শংসাপত্রের অফলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
- সম্পত্তির বিবরণ এবং মূল দলিল
- সম্পত্তি বিক্রয় দলিল / উপহার দলিল / পার্টিশন দলিল / মুক্তির দলিল (যদি আগের কোনও দলিল থাকে)
- আবেদনকারীর স্বাক্ষর-সহ দলিল নাম্বার
- সম্পত্তি রেজিস্ট্রেশনের কাগজ
- আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 8:59 PM IST