আরও পড়ুন: এক বছরে ১০০০ শতাংশের বেশি রিটার্ন, কিনেছেন না কি এই স্টক?
আর কয়েকদিন বাকি, তারপর খোলা হবে LIC-র IPO। এই আইপিওকে হিট করার জন্য খোলার আগেই বিভিন্ন পরিকল্পনা করেছে সরকার। LIC-র আইপিও খোলা হবে ৪ মে এবং সাবস্ক্রিপশনের জন্য এই IPO ২০২২-এর ৯ মে পর্যন্ত খোলা থাকবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য এই মেগা ইস্যু ২ মে খোলা হবে। LIC তার আইপিওর জন্য শেয়ার প্রতি ৯০২-৯৪৯ টাকা দাম নির্ধারণ করেছে। ২২.১ কোটি শেয়ার বা ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনাও করছে সরকার। তবে হ্রাস পাওয়ার পরও দেশের সর্ববৃহৎ আইপিও হবে LIC-র আইপিও।
advertisement
LIC-এর প্রস্তাবিত IPO-এর জন্য দেশ এবং বিদেশ থেকে ২৫-এর বেশি অ্যাঙ্কর বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন। বাজার থেকে ২১০০০ কোটি টাকা সংগ্রহ করার জন্য সরকার LIC থেকে ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। ১৯৫৬ সালে LIC গঠনের সময়, সরকার ৫ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ করেছিল।
আরও পড়ুন: বিক্রি করতে চাইছেন সোনা ? আগে বুঝে নিন ট্যাক্স সংক্রান্ত নিয়ম
LIC-র আইপিও পরিচালনার জন্য নিযুক্ত একজন আধিকারিক জানান, ৫০ শতাংশ শেয়ার QIP-এর জন্য রাখা হয়েছে, যার মধ্যে অ্যাঙ্কর বিনিয়োগকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি জানান, QIP-এর জন্য সংরক্ষিত শেয়ারের মধ্যে ৩৫ শতাংশ শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি আরও জানান যে LIC-র ৩৫ শতাংশ শেয়ার খুচরো বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ শেয়ার এইচএনআই এবং ১০ শতাংশ শেয়ার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত করা হচ্ছে। LIC-র পলিসি হোল্ডাররা আইপিওতে সংরক্ষণের পাশাপাশি পাবেন দামে ছাড়। এই আইপিওতে পলিসি হোল্ডাররা যাতে সক্রিয়ভাবে অংশ নেন তার জন্য সরকারের এই প্রচেষ্টা।
আরও পড়ুন: আজ বাড়ল না কমল ? দেখে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম
প্রসঙ্গত, আগে দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানির ৫ শতাংশ শেয়ার বিক্রি করার কথা ছিল সরকারের। কিন্তু বর্তমানে সরকার LIC-র আইপিওর জন্য মাত্র ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে।