TRENDING:

LIC IPO: অবশেষে বাজারে আসছে LIC-র শেয়ার! কেনার জন্য কারা পাবেন ছাড়?

Last Updated:

LIC IPO: ২০২২ সালের ১৭ মে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে LIC-র আইপিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি (LIC)। LIC-র মেগা আইপিও-র (LIC IPO) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। LIC প্রাইমারি মার্কেটে প্রবেশ করতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব বলেছেন, ২০২২ সালের ১৭ মে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে LIC-র আইপিও।
advertisement

আরও পড়ুন: এক বছরে ১০০০ শতাংশের বেশি রিটার্ন, কিনেছেন না কি এই স্টক?

আর কয়েকদিন বাকি, তারপর খোলা হবে LIC-র IPO। এই আইপিওকে হিট করার জন্য খোলার আগেই বিভিন্ন পরিকল্পনা করেছে সরকার। LIC-র আইপিও খোলা হবে ৪ মে এবং সাবস্ক্রিপশনের জন্য এই IPO ২০২২-এর ৯ মে পর্যন্ত খোলা থাকবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য এই মেগা ইস্যু ২ মে খোলা হবে। LIC তার আইপিওর জন্য শেয়ার প্রতি ৯০২-৯৪৯ টাকা দাম নির্ধারণ করেছে। ২২.১ কোটি শেয়ার বা ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনাও করছে সরকার। তবে হ্রাস পাওয়ার পরও দেশের সর্ববৃহৎ আইপিও হবে LIC-র আইপিও।

advertisement

LIC-এর প্রস্তাবিত IPO-এর জন্য দেশ এবং বিদেশ থেকে ২৫-এর বেশি অ্যাঙ্কর বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন। বাজার থেকে ২১০০০ কোটি টাকা সংগ্রহ করার জন্য সরকার LIC থেকে ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। ১৯৫৬ সালে LIC গঠনের সময়, সরকার ৫ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ করেছিল।

আরও পড়ুন: বিক্রি করতে চাইছেন সোনা ? আগে বুঝে নিন ট্যাক্স সংক্রান্ত নিয়ম

advertisement

LIC-র আইপিও পরিচালনার জন্য নিযুক্ত একজন আধিকারিক জানান, ৫০ শতাংশ শেয়ার QIP-এর জন্য রাখা হয়েছে, যার মধ্যে অ্যাঙ্কর বিনিয়োগকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি জানান, QIP-এর জন্য সংরক্ষিত শেয়ারের মধ্যে ৩৫ শতাংশ শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি আরও জানান যে LIC-র ৩৫ শতাংশ শেয়ার খুচরো বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ শেয়ার এইচএনআই এবং ১০ শতাংশ শেয়ার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত করা হচ্ছে। LIC-র পলিসি হোল্ডাররা আইপিওতে সংরক্ষণের পাশাপাশি পাবেন দামে ছাড়। এই আইপিওতে পলিসি হোল্ডাররা যাতে সক্রিয়ভাবে অংশ নেন তার জন্য সরকারের এই প্রচেষ্টা।

advertisement

আরও পড়ুন: আজ বাড়ল না কমল ? দেখে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, আগে দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানির ৫ শতাংশ শেয়ার বিক্রি করার কথা ছিল সরকারের। কিন্তু বর্তমানে সরকার LIC-র আইপিওর জন্য মাত্র ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: অবশেষে বাজারে আসছে LIC-র শেয়ার! কেনার জন্য কারা পাবেন ছাড়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল