TRENDING:

১৩তম কিস্তির টাকা পাওয়ার ঘোষণা, ঠিক কী বলা হয়েছে, কী বা করতে হবে? জানুন কিষাণ যোজনার সাম্প্রতিক খবর!

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বেশ কয়েকবার এই যোজনা সম্পর্কে সকলের সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১২তম কিস্তি রিলিজ করেছেন। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২তম কিস্তির ২০০০ টাকা আসা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই জানা গিয়েছে যে এখন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষা যোজনার ১৩তম কিস্তির টাকাও আসা শুরু হবে। কেন্দ্রীয় সরকার দ্বারা চালিত প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সরকারের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ যোজনা। কৃষকদের সুবিধার জন্য চালু করা হয়েছে এই যোজনা।
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বেশ কয়েকবার এই যোজনা সম্পর্কে সকলের সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উদ্দেশে ট্যুইট করে জানিয়েছেন, 'আমাদের কৃষক ভাই-বোনদের জন্য দেশ খুবই গর্বিত। কৃষকরা যত সমৃদ্ধ হবেন, নতুন ভারত তত সমৃদ্ধ হবে। আমি খুবই খুশি কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং কৃষির সঙ্গে যুক্ত অন্যান্য যোজনা দেশের অসংখ্য কৃষকদের শক্তি জুগিয়ে চলেছে।'

advertisement

আরও পড়ুন: Aadhaar Card Update: UIDAI-এর বিরাট আপডেট! আধার নম্বরে কোনও পরিবর্তন হবেনা

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা -

জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি দেওয়া শুরু করা হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলে আসে। একই ভাবে এর তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। অর্থাৎ এই হিসাব অনুযায়ী আগামী মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা।

advertisement

আরও পড়ুন: অবসর পরিকল্পনা শুরুর আগে সেরে ফেলুন এই ৫টি কাজ, নইলে ভবিষ্যৎ অন্ধকার

আবেদন আপডেট করার উপায় -

- প্রধানমন্ত্রী কিষা যোজনার ক্ষেত্রে কোনও সমস্যা হলে এখনই সমাধান করা প্রয়োজন।

- হেল্প নম্বরে ফোন করে অথবা মেল করেও সমস্যার সমাধান করা যেতে পারে।

- প্রধানমন্ত্রী কিষা যোজনার হেল্পলাইন নম্বর হল - ১৫৫২৬১ এবং ১৮০০১১৫৫২৬। এছাড়াও ০১১-২৩৩৮১০৯২ নম্বরেও কল করা যেতে পারে।

advertisement

- নিজেদের সমস্যা জানিয়ে pmkisan-ict@gov.in অ্যাড্রেসে মেল করা যেতে পারে।

- এখনও যাঁরা আবেদন করেননি, তাঁরা pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।

স্টেটাস চেক করার উপায় -

- সবার প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে যেতে হবে।

- এরপর Farmer Corner অপশনে ক্লিক করতে হবে।

- এরপর Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।

advertisement

- এরপর একটি নতুন পেজ খুলবে।

- নতুন পেজে নিজেদের আধার নম্বর, মোবাইল নম্বর এন্টার করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- এরপর নিজেদের স্টেটাস দেখা যাবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৩তম কিস্তির টাকা পাওয়ার ঘোষণা, ঠিক কী বলা হয়েছে, কী বা করতে হবে? জানুন কিষাণ যোজনার সাম্প্রতিক খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল