অবসর পরিকল্পনা শুরুর আগে সেরে ফেলুন এই ৫টি কাজ, নইলে ভবিষ্যৎ অন্ধকার

Last Updated:

অল্প বয়সে বিনিয়োগ শুরু করা দরকার। তাড়াতাড়ি অবসর পরিকল্পনা শুরু করার বেশ কিছু সুবিধা রয়েছে।

#কলকাতা: যে কোনও পরিকল্পনাই তাড়াতাড়ি শুরু করতে হয়। তবেই সঠিক সময়ে লক্ষ্যে পৌঁছনো সম্ভব। ওয়ারেন বাফে ১১ বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন, রে ডালিও ১২ বছর বয়সে। আজ তাঁরা বিনিয়োগ জগতের জিনিয়াস হিসেবে পরিচিত। বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একজন কর্মচারী, পেশাদার, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার যাই হোন না কেন, অবসর অনিবার্য। তাই সময় থাকতে থাকতে এর জন্য সঠিক পরিকল্পনা করতে হবে।
সবচেয়ে বড় কথা, অল্প বয়সে অবসর পরিকল্পনা করলে চাহিদা অনুযায়ী অর্থের সংস্থান করা যাবে। মিলবে মানসিক শান্তি। ভবিষ্যতের দুশ্চিন্তা থাকবে না। শুধু তাই নয়, সঠিক পরিকল্পনা করা থাকলে সময়ের আগে অবসর নেওয়াও যায়। তবে এর জন্য উদ্দেশ্য নির্ধারণ এবং অল্প বয়সে বিনিয়োগ শুরু করা দরকার। তাড়াতাড়ি অবসর পরিকল্পনা শুরু করার বেশ কিছু সুবিধা রয়েছে।
advertisement
advertisement
কমপাউন্ডিং:
অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘কমপাউন্ড ইন্টারেস্ট পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে বোঝে সে উপার্জন করে। যে বোঝে না তাঁকে মূল্য চোকাতে হয়।’ এটা যে কতটা সত্যি তা বোঝা যায় বিনিয়োগের ক্ষেত্রে। বিনিয়োগের মেয়াদ যত বেশি হবে কমপাউন্ড ইন্টারেস্টও তত বাড়বে। কেমন? ধরা যাক রামবাবু ২০ বছর বয়সে প্রতি মাসে ২০ হাজার টাকা এসআইপি শুরু করেন। শ্যামবাবু একই পরিমাণ টাকা দিয়ে ৩০ বছর বয়সে শুরু করেন। অবসরের বয়স ৬০। সুদের হার বার্ষিক ১৫ শতাংশ। অবসর গ্রহণের সময় তাঁদের তহবিলের পরিমাণ কতটা আলাদা হবে বোঝাই যাচ্ছে।
advertisement
কর সুবিধা:
করের বোঝা আয় কমিয়ে দেয়, কিন্তু বিনিয়োগ করের বোঝা কমাতে এবং ভবিষ্যতের জন্য আরও সঞ্চয় করতে সহায়তা করে। অবসর গ্রহণের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে শুরু শুধুমাত্র বড় অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করবে না, কর-ছাড়যোগ্য স্কিমে বিনিয়োগ করের পরিমাণ কমাতেও সাহায্য করবে।
advertisement
বিনিয়োগ:
ঝুঁকি এবং পুরস্কার হাত ধরাধরি করে চলে। তাই অবসর পরিকল্পনা শুরু করতে দেরি হলে ঝুঁকি আছে এমন স্কিমে বিনিয়োগ করা যায়। আর তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করলে, যেমন ২৫ বছর বয়সে, মিড এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সবচেয়ে ভাল। তবে এর পাশাপাশি বড় ক্যাপে বিনিয়োগেরও পরামর্শ দেওয়া হয়। ঋণ তহবিলে রিটার্ন কম কিন্তু তুলনামূলক ভাবে নিরাপদ।
advertisement
তাড়াতাড়ি শুরু করলে মনের শান্তি:
সঠিক পরিকল্পনা করতে পারলে মানসিক শান্তি আসে। অবসর পরিকল্পনার ক্ষেত্রেও একই কথা খাটে। অল্প বয়সে বিনিয়োগ শুরু করলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে হয় না। আর্থিক দিক থেকেই সমৃদ্ধশালী হওয়া যায়।
তাড়াতাড়ি অবসর নেওয়া যায়:
যথেষ্ট সঞ্চয় থাকলে আর্থিক দায়বদ্ধতা মেটানোর মতো পরিস্থিতি তৈরি হয়। অল্প বয়সে বিনিয়োগ শুরু এবং সর্বোত্তম বাস্তবায়ন সময়ের আগে অবসর নিতে সাহায্য করে, কারণ বাকি জীবনের জন্য সঞ্চয় আছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অবসর পরিকল্পনা শুরুর আগে সেরে ফেলুন এই ৫টি কাজ, নইলে ভবিষ্যৎ অন্ধকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement