মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ২০২০ জানুয়ারি থেকে ২০২১ জুন মাস পর্যন্ত বকেয়া ডিএ খুব শীঘ্রই পেতে চলেছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা ৷ কর্মীদের পে ব্যান্ড ও স্ট্রাকচারের উপরে নির্ভর করবে কত বকেয়া ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷
আরও পড়ুন: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক
এর পাশাপাশি, প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকাও শীঘ্রই কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ আর্থিক বছর ২০২১-২২ এর জন্য সরকার পিএফ-এর উপরে ৮.১০ শতাংশ সুদ দেবে ৷
advertisement
আরও পড়ুন: রেপো রেটের সঙ্গে এফডি-তে সুদও বাড়ল, কিন্তু এখন বিনিয়োগ করা কি উচিত হবে?
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, জুলাই মাসে ৪ শতাংশ বাড়ানো হতে পারে ডিএ ৷ এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ হতে চলেছে ৷ মার্চে মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশনের অধীনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছিল ৷ প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা লাভবান হতে চলেছেন ৷
আরও পড়ুন: ৫১ হাজার পেরোল সোনার দাম, রুপো ৬১ হাজার, দেখে নিন লেটেস্ট দাম.....
করোনা পরিস্থিতির জেরে ডিএ ও ডিআর-এর তিনটি কিস্তি ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০, ১ জানুয়ারি ২০২১ আটকে দিয়েছিল কেন্দ্র সরকার ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বছর অগাস্ট মাসে রাজ্য সভায় জানিয়েছিলেন এর জেরে সেই সময় সরকার প্রায় ৩৪,৪০২ কোটি টাকা বাঁচাতে পেরেছিল ৷ এরপর অবশ্য জুলাই ২০২১-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল ৷ আবার অক্টোবর ২০২১ সালে ৩ শতাংশ বাড়ানো হয়েছিল ডিএ ৷