আরও খবর- দারুণ খবর ! আসছে প্রচুর নতুন চাকরির সুযোগ; ভারতে চাকরির বাজার বেড়েছে অনেকাংশেই
নতুন এই কা-চিং ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে বিভিন্ন ধরনের অফার। এতে 6E রিওয়ার্ড এবং 6E রিওয়ার্ড এক্সএল (6E Reward XL) প্রোগ্রামের সুবিধা পাওয়া যাবে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তার উপভোক্তারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাবে। ক্রেতারা 6E রিওয়ার্ডের মাধ্যমে ডাইনিং, শপিং, ট্রান্সপোর্ট, মেডিক্যাল বিল, ফুয়েল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়াও 6E রিওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ক্রেতা যখন খুশি এটি ব্যবহার করতে পারবে এবং প্রয়োজনে যে কোনও ক্ষেত্রেই এর পয়েন্ট পুনরায় ব্যবহার করতে পারবে। এছাড়াও এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা ইন্ডিগোর বিভিন্ন ধরনের টিকিট পাবে আকর্ষণীয় অফারে। এর সঙ্গে সঙ্গে ক্রেতারা নিজেদের পছন্দমতো সিট, প্রায়োরিটি চেক-ইন এবং কমপ্লিমেন্টারি মিলের সুবিধা পাবে।
advertisement
নতুন এই ক্রেডিট কার্ডটির লঞ্চের সময় ইন্ডিগোর চিফ কমার্সিয়াল অফিসার উইলিয়াম বোলটার (William Boulter) জানিয়েছেন, "আমরা সকলেই খুব উৎসাহী, কারণ নতুন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা 6E রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা পাবে। এর ফলে তারা ফ্লাইট বুকিং, ডাইনিং, এন্টারটেইনমেন্ট এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সুবিধা পাবে। সকল ক্রেতার কাছে উন্নত পরিষেবা এবং আকর্ষণীয় অফার পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য"।
আরও খবর-স্ক্যান রিপোর্ট এল হার্দিকের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি খেলতে পারবেন ?
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রেসিডেন্ট অম্বুজ চন্দনা (Ambuj Chandna) জানিয়েছেন যে "ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করবে এই নতুন কা-চিং ক্রেডিট কার্ড। এর মাধ্যমে ফ্লাইট বুকিং এবং ট্র্যাভেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। সব থেকে বড় সুবিধা হল এই কার্ডের 6E রিওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ক্রেতা যখন খুশি এটি ব্যবহার করতে পারবে এবং এর সকল অফারের সুবিধা নিতে পারবে"।
