এর মধ্যে কেবল নবমীর দিনই (১ অক্টোবর) মেট্রোয় উঠেছেন ৮.১৬ লক্ষ মানুষ। শুধু ব্লু লাইনেই ওই দিন ভ্রমণ করেছেন প্রায় ৬.২৬ লক্ষ যাত্রী, আর গ্রিন লাইনে চড়েছেন ১.৬৯ লক্ষেরও বেশি মানুষ। মেট্রোর তরফে জানা গিয়েছে, সামগ্রিক হিসাবে পুজোর সময়ে ব্লু লাইনে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৩৩.৫৮ লক্ষ, আর গ্রিন লাইনে ভ্রমণ করেছেন ৯ লক্ষেরও বেশি যাত্রী।
advertisement
২০০ বারেরও বেশি সাপের কামড় ! শরীরে তৈরি হয়েছে এক ধরনের ‘সুপার ইমিউনিটি’! কে ইনি?
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…
শুধু যাত্রী সংখ্যা নয়, ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও এবার রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছেন ৪.৮৩ লক্ষেরও বেশি যাত্রী। পাশাপাশি উৎসব উপলক্ষে মেট্রোর নতুন স্কিমের অধীনে ইস্যু করা হয়েছে ১৮,৪৯৪টি নতুন স্মার্ট কার্ড। নবীকরণ করা হয়েছে ১.৪৫ লক্ষেরও বেশি স্মার্ট কার্ড এবং বিক্রি হয়েছে ৬৩৮টি টুরিস্ট স্মার্ট কার্ড। পুজো ছাড়াও সেপ্টেম্বর মাস জুড়েই যাত্রী ভিড়ের রেকর্ড গড়েছে মেট্রো।
ওই এক মাসে মেট্রোয় উঠেছেন ২.২৫ কোটিরও বেশি যাত্রী, যা কলকাতা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাওয়া অফিস সূত্রে আগেই দুর্গাপুজোয় বৃষ্টি হবে বলে জানিয়েছিল। ফলে আগেভাগেই মানুষজন মন্ডপ দর্শনে বেরিয়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেবী পক্ষের পর থেকেই মন্ডপগুলিতে ভিড় জমতে দেখা গিয়েছিল মানুষের। নতুন মেট্রো রুট চালু হওয়ায় অনেক অংশেই সুবিধা পেয়েছেন সাধারণ যাত্রীরা। সবমিলিয়ে এই রেকর্ড আগামী দিনে মেট্রো পরিষেবার ক্ষেত্রে আরও সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
Rudra Narayan Roy