TRENDING:

টাকা আর টাকা! কয়েক কোটি! পুজোয় যাত্রীর ভিড়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো!

Last Updated:

কয়েক কোটি টাকা আসল এভাবেই, পুজোয় যাত্রী ভিড়ে সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: কোটি কোটি টাকা লক্ষী লাভ! শুধু দুর্গাপুজো নয়, এবারের যাত্রী ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় ৪৩.৬ লক্ষ যাত্রী।
মেট্রোরেলে ভিড়
মেট্রোরেলে ভিড়
advertisement

এর মধ্যে কেবল নবমীর দিনই (১ অক্টোবর) মেট্রোয় উঠেছেন ৮.১৬ লক্ষ মানুষ। শুধু ব্লু লাইনেই ওই দিন ভ্রমণ করেছেন প্রায় ৬.২৬ লক্ষ যাত্রী, আর গ্রিন লাইনে চড়েছেন ১.৬৯ লক্ষেরও বেশি মানুষ। মেট্রোর তরফে জানা গিয়েছে, সামগ্রিক হিসাবে পুজোর সময়ে ব্লু লাইনে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৩৩.৫৮ লক্ষ, আর গ্রিন লাইনে ভ্রমণ করেছেন ৯ লক্ষেরও বেশি যাত্রী।

advertisement

২০০ বারেরও বেশি সাপের কামড় ! শরীরে তৈরি হয়েছে এক ধরনের ‘সুপার ইমিউনিটি’! কে ইনি? 

পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…

শুধু যাত্রী সংখ্যা নয়, ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও এবার রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছেন ৪.৮৩ লক্ষেরও বেশি যাত্রী। পাশাপাশি উৎসব উপলক্ষে মেট্রোর নতুন স্কিমের অধীনে ইস্যু করা হয়েছে ১৮,৪৯৪টি নতুন স্মার্ট কার্ড। নবীকরণ করা হয়েছে ১.৪৫ লক্ষেরও বেশি স্মার্ট কার্ড এবং বিক্রি হয়েছে ৬৩৮টি টুরিস্ট স্মার্ট কার্ড। পুজো ছাড়াও সেপ্টেম্বর মাস জুড়েই যাত্রী ভিড়ের রেকর্ড গড়েছে মেট্রো।

advertisement

ওই এক মাসে মেট্রোয় উঠেছেন ২.২৫ কোটিরও বেশি যাত্রী, যা কলকাতা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাওয়া অফিস সূত্রে আগেই দুর্গাপুজোয় বৃষ্টি হবে বলে জানিয়েছিল। ফলে আগেভাগেই মানুষজন মন্ডপ দর্শনে বেরিয়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেবী পক্ষের পর থেকেই মন্ডপগুলিতে ভিড় জমতে দেখা গিয়েছিল মানুষের। নতুন মেট্রো রুট চালু হওয়ায় অনেক অংশেই সুবিধা পেয়েছেন সাধারণ যাত্রীরা। সবমিলিয়ে এই রেকর্ড আগামী দিনে মেট্রো পরিষেবার ক্ষেত্রে আরও সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা আর টাকা! কয়েক কোটি! পুজোয় যাত্রীর ভিড়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল