TRENDING:

আপনার গাড়ির চাকা ঠিক আছে তো? বাড়িতেই চেক করা যাবে, জানুন কীভাবে!

Last Updated:

ভাল ড্রাইভিং অভিজ্ঞতার জন্য টায়ার ভাল হওয়ার পাশাপাশি টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক থাকাও খুবই গুরুত্বপূর্ণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যখন একটি গাড়ি কেনা হয় তখন অনেকগুলি বিষয়ের দিকে নজর দিতে হয়। ভাল কোম্পানি, ইঞ্জিন, ইনফোটেনমেন্ট সিস্টেম এবং পাওয়ার টু রেঞ্জ জাতীয় একাধিক ফিচার ভাল ভাবে দেখে নেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সমস্ত ফিচার দুর্দান্ত হলেও গ্রাহকরা টায়ারের দিকে তেমন নজর দেন না। যে কোনও গাড়ির ক্ষেত্রে টায়ার খুবই গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও গ্রাহকদের মধ্যে এটি নিয়ে বেশি চর্চা করা হয় না। বিশেষজ্ঞদের মতে, ভাল ড্রাইভিং অভিজ্ঞতার জন্য টায়ার ভাল হওয়ার পাশাপাশি টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক থাকাও খুবই গুরুত্বপূর্ণ।
advertisement

টায়ারগুলি যদি সঠিকভাবে সারিবদ্ধ না হয় তবে ড্রাইভিং পারফর্মেন্স, মাইলেজ এবং চালকের সেফটির উপর প্রভাব পড়ে। বেশিরভাগ মানুষ মনে করেন শুধুমাত্র প্রফেশনাল মেকানিক বা ওয়ার্কশপে টায়ার অ্যালাইনমেন্ট চেক করা যায়। এই ধারণা একেবারেই ভুল, বাড়িতেই টায়ারের অ্যালাইনমেন্ট চেক করা যাবে। কিছু টিপস মনে রাখলে টাকা এবং সময় বাঁচিয়ে বাড়িতেই এই সমস্যার সমাধান করা যাবে। টায়ার অ্যালাইনমেন্ট ঠিক করার প্রক্রিয়া নিচে ধাপে ধাপে আলোচনা করা হল।

advertisement

আরও পড়ুন: এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেখে নিন কী করতে হবে

টায়ারের অ্যালাইনমেন্ট কীভাবে চেক করা যায়?

প্রথমে গাড়িকে পার্ক করতে হবে। এই সময়ে সামনের টায়ার সোজা এবং স্টিয়ারিং সেন্ট্রাল পজিশনে রাখতে হবে। এরপর জ্যাকের সাহায্যে সামনের চাকাগুলি তুলতে হবে। দুটি টায়ারের নিচের পৃষ্ঠে ঘোরানোর সময় ভালভাবে কালার স্প্রে করতে হবে। এর পর গাড়িতে ফিরে সোজা চালাতে শুরু করতে হবে। ড্রাইভিং করার সময় হাত সোজা রাখার চেষ্টা করতে হবে। এর পর মেজারিং টেপের সাহায্যে মেঝেতে টায়ারের ছাপগুলি সঠিকভাবে পরিমাপ করতে হবে। যদি দুটি রেখার মধ্যে দূরত্ব সব দিক দিয়ে সমান হয় এবং সোজা হয়, তবে মনে করতে হবে অ্যালাইনমেন্ট সঠিক রয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘লাল সোনা’-র ব্যবসা করলে রয়েছে মালামাল হওয়ার বিপুল সম্ভাবনা!

পেছনের টায়ার কীভাবে চেক করা যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সামনের চাকার মতোই পেছনের চাকার টায়ারগুলিও ভাল ভাবে রঙ করতে হবে। একই ভাবে গাড়িতে ফিরে হাত সোজা রেখে সামনের দিকে গাড়ি চালাতে হবে যাতে রাস্তায় টায়ারের ছাপ পড়ে। এর পর মেজারিং টেপের সাহায্য দুটি টায়ারের ছাপের দূরত্ব পরিমাপ করতে হবে। মাপ নেওয়ার সময় অবশ্যই খেলার রাখতে হবে যে টেপ যেন রাস্তার উপর সঠিকভাবে বসানো হয়। যদি দুটি চাকার দূরত্ব সমান হয়, তবে অ্যালাইনমেন্ট সঠিক রয়েছে মনে করতে হবে। যদি, দুটি চাকার দূরত্ব সমান না হয় তবে সেক্ষেত্রে মেকানিককে ডাকতে হবে বা ওয়ার্কশপে গাড়ি নিয়ে যেতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার গাড়ির চাকা ঠিক আছে তো? বাড়িতেই চেক করা যাবে, জানুন কীভাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল