PM Kisan: এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেখে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কিস্তির টাকা কেন আটকে গিয়েছে ? তাহলে এবার কী করতে হবে জেনে নিন ৷
#কলকাতা: সোমবার কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বাদশ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ এদিন নয়াদিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন উদ্বোধন করার পাশাপাশি দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৬,০০০ কোটি টাকা ১২তম কিস্তির জন্য টাকা ট্রান্সফার করলেন ৷ এই যোজনায় কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা পাঠিয়ে থাকে ৷ প্রত্যেক চার মাস অন্তর ২০০০ টাকা করে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷
আপনি যদি এই যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন কিন্তু অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে অবশ্যই এর কারণ জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ আপনি অনলাইনে এর কারণ জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ৷
কিস্তির টাকা কেন আটকে গিয়েছে ?
-- পিএম কিষান যোজনার জন্য রেজিস্ট্রেশন করার সময় কোনও ভুল করে থাকলে যেমন- আপনার ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়ে থাকলে ৷
advertisement
advertisement
-- রাজ্য সরকারের তরফে কারেকশন পেন্ডিং থাকলে টাকা আটকে যেতে পারে ৷
-- এনপিসিআই-এ আধার সিডিং না হয়ে থাকলে, পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম রেকর্ড গৃহীত না হলে টাকা আটকে যেতে পারে ৷
আপনার তরফে দেওয়া তথ্যগুলোতে কী কোনও ভুল রয়েছে ? সেটা জানতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে ৷
advertisement
১. সবার প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷
২. ডানদিকে ফার্মার কর্নারে ক্লিক করতে হবে ৷
৩. এরপর ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি স্টেটাসে ৷
৪. এখানে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা ফোন নম্বরের অপশন থাকবে ৷
৫. আধার নম্বর দিয়ে গেট ডেটাতে ক্লিক করতে হবে ৷
৬. এখানে আপনার সমস্ত তথ্য ও স্টেটাস দেখতে পারবেন ৷
advertisement
এখানে জানাতে পারবেন অভিযোগ-
>> স্টেটাস চেক করলেই আপনি জানতে পারবেন লিস্টে আপনার নাম আছে কি, সমস্ত তথ্য সঠিক রয়েছে কি ? সব সঠিক থাকা সত্ত্বেও টাকা না এসে থাকলে আপনি হেল্পলাইন ডেস্কের সাহায্য নিতে পারবেন ৷
>> টোল ফ্রি নম্বর 011-24300606 ও হেল্পলাইন নম্বর 155261 নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
>> আপনি ই-মেল আইডি pmkisan-ict@gov.in এ ইমেল লিখে অভিযোগ জানাতে পারবেন এবং সাহায্য পেতে পারেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 4:18 PM IST