PM Kisan: এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেখে নিন কী করতে হবে

Last Updated:

কিস্তির টাকা কেন আটকে গিয়েছে ? তাহলে এবার কী করতে হবে জেনে নিন ৷

#কলকাতা: সোমবার কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বাদশ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ এদিন নয়াদিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন উদ্বোধন করার পাশাপাশি দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৬,০০০ কোটি টাকা ১২তম কিস্তির জন্য টাকা ট্রান্সফার করলেন ৷ এই যোজনায় কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা পাঠিয়ে থাকে ৷ প্রত্যেক চার মাস অন্তর ২০০০ টাকা করে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷
আপনি যদি এই যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন কিন্তু অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে অবশ্যই এর কারণ জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ আপনি অনলাইনে এর কারণ জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ৷
কিস্তির টাকা কেন আটকে গিয়েছে ?
-- পিএম কিষান যোজনার জন্য রেজিস্ট্রেশন করার সময় কোনও ভুল করে থাকলে যেমন- আপনার ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়ে থাকলে ৷
advertisement
advertisement
-- রাজ্য সরকারের তরফে কারেকশন পেন্ডিং থাকলে টাকা আটকে যেতে পারে ৷
-- এনপিসিআই-এ আধার সিডিং না হয়ে থাকলে, পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম রেকর্ড গৃহীত না হলে টাকা আটকে যেতে পারে ৷
আপনার তরফে দেওয়া তথ্যগুলোতে কী কোনও ভুল রয়েছে ? সেটা জানতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে ৷
advertisement
১. সবার প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷
২. ডানদিকে ফার্মার কর্নারে ক্লিক করতে হবে ৷
৩. এরপর ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি স্টেটাসে ৷
৪. এখানে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর বা ফোন নম্বরের অপশন থাকবে ৷
৫. আধার নম্বর দিয়ে গেট ডেটাতে ক্লিক করতে হবে ৷
৬. এখানে আপনার সমস্ত তথ্য ও স্টেটাস দেখতে পারবেন ৷
advertisement
এখানে জানাতে পারবেন অভিযোগ-
>> স্টেটাস চেক করলেই আপনি জানতে পারবেন লিস্টে আপনার নাম আছে কি, সমস্ত তথ্য সঠিক রয়েছে কি ? সব সঠিক থাকা সত্ত্বেও টাকা না এসে থাকলে আপনি হেল্পলাইন ডেস্কের সাহায্য নিতে পারবেন ৷
>> টোল ফ্রি নম্বর 011-24300606 ও হেল্পলাইন নম্বর 155261 নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
>> আপনি ই-মেল আইডি pmkisan-ict@gov.in এ ইমেল লিখে অভিযোগ জানাতে পারবেন এবং সাহায্য পেতে পারেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement