TRENDING:

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় কখন? জানুন দিনক্ষণ এবং শুভ মুহূর্ত!

Last Updated:

পঞ্চাঙ্গ মতে, এই পুণ্য তিথি শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে। আর শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন কয়েক ধরেই নিশ্চয়ই সোনার গয়নার দোকানে তরফে বিভিন্ন বিজ্ঞাপন চোখে পড়ছে। যেখানে দেখা যাচ্ছে যে, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে সোনা কেনার কথা গ্রাহকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে ওই বিজ্ঞাপনগুলির মাধ্যমে। আসলে হিন্দু মতে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা অত্যন্ত শুভ। আবার ইতিহাস বলছে যে, আগেকার দিনে রাজারা এই পবিত্র দিনে প্রার্থনা, আত্মত্যাগ এবং দান-ধ্যান করতেন।
advertisement

হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অক্ষয় তৃতীয়া আবার জৈন ধর্মাবলম্বীদেরও উৎসব। একে অক্তি অথবা অক্ষা তিজ নামেও ডাকা হয়। জৈন ধর্মে অক্ষয় তৃতীয়া মূলত প্রথম তীর্থঙ্কর (ঋষভনাথ)-কে স্মরণে রেখেই পালন করা হয়। যিনি আখের রস খেয়ে নিজের ১ বছরের তপস্যা ভঙ্গ করেছিলেন।

অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ:

অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল না ২৩ এপ্রিল, তা নিয়ে ধন্দে পড়েছে মানুষ। তবে পঞ্চাঙ্গ মতে, এই পুণ্য তিথি শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে। আর শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিটে।

advertisement

শহর-ভিত্তিক পুজোর সময়:

দিল্লি: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২০ মিনিট

গুরুগ্রাম: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২১ মিনিট

নয়ডা: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৯ মিনিট

মুম্বই: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৭ মিনিট

advertisement

পুণে: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৩ মিনিট

বেঙ্গালুরু: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৮ মিনিট

চণ্ডীগড়: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২২ মিনিট

জয়পুর: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ২৬ মিনিট

আহমেদাবাদ: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ৩৮ মিনিট

advertisement

হায়দরাবাদ: সকাল ৭টা ৪৯ মিনিট - দুপুর ১২টা ১৫ মিনিট

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত:

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ৭টা ৪৯ মিনিটে এবং শেষ হচ্ছে দুপুর ১২টা ২০ মিনিটে। এর পাশাপাশি চোগাড়িয়া মুহূর্ত ২২ এপ্রিল পড়েছে সকাল ৭টা ৪৯ মিনিট - সকাল ৯টা ০৪ মিনিট কালীন সময়ে। আর ২৩ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পড়েছে সকাল ৭টা ২৬ মিনিট - সকাল ৭টা ৪৭ মিনিট কালীন সময়ে।

advertisement

অক্ষয় তৃতীয়ায় সোনা ক্রয়ের শুভ সময়:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার জন্য শুভ সময় হল ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট - ২৩ এপ্রিল ভোর ৫টা ৪৮ মিনিট।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় কখন? জানুন দিনক্ষণ এবং শুভ মুহূর্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল