আরও পড়ুন: আজ থেকে বদলাচ্ছে ৫টি বড় নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়
যদি টিডিএস বেশি কেটে নেওয়া হয়, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ আয়কর দফতরের কেটে নেওয়া সেই টাকা আবার ফেরত পাওয়া সম্ভব। এর জন্য অবশ্য নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। তাহলেই ইনকাম ট্যাক্সের কেটে নেওয়া টিডিএস আবার ফেরত পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল
মানিকন্ট্রোলের (moneycontrol.com) একটি রিপোর্ট অনুযায়ী, এই উপায় খুবই সহজ এবং যে কেউ এটি খুব সহজেই করতে পারেন। টিডিএস ফেরত পাওয়ার দু'টি উপায় রয়েছে। এর মধ্যে একটি হল - আয়কর রিটার্ন দাখিল করার সময় সেই কথাটি জানাতে হবে। এর ফলে সেই তথ্য অনুযায়ী আয়কর দফতর তা যাচাই করে অতিরিক্ত কেটে নেওয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেবে। এ ছাড়াও আর একটি উপায় হল - কেটে নেওয়া টিডিএস আবার ফেরত পাওয়ার জন্য ১৫জি ফর্ম পূরণ করতে হবে। এই ১৫জি ফর্ম পূরণ করে ব্যাঙ্কে জমা করতে হবে। এর ফলে কেটে নেওয়া টিডিএস আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিপুল দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের, চেক করে নিন লেটেস্ট রেট....
রিফান্ড স্টেটাস চেক করার উপায়:
এক্ষেত্রে মনে রাখা দরকার যে, যত তাড়াতাড়ি আয়কর রিটার্ন দাখিল করা হবে, রিফান্ডের প্রক্রিয়াও তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আয়কর রিটার্ন দাখিল করা উচিত। এ-ছাড়াও অনলাইনে আয়কর রিটার্ন স্টেটাস চেক করা যায়। এর জন্য আয়কর দফতরের ওয়েবসাইট www.incometax.gov.in - এ যেতে হবে। সেখানে গিয়ে নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এর পর যে পেজটি খুলবে, সেখানে ই-ফাইলিংয়ের অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে আয়কর রিটার্ন অপশন বেছে নিতে হবে। ভিউ ফাইল রিটার্নস-এ ক্লিক করতে হবে। এর পর স্ক্রিনে নিজেদের সাম্প্রতিক আয়কর রিটার্ন সংক্রান্ত বিশদ তথ্য দেখা যাবে।