কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য ‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’-র কথা ঘোষণা করেছেন। এই যোজনায় মেয়েরা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কম পরিমাণে অর্থ জমা করার সুবিধা পাবেন। আর সব থেকে বড় কথা হল, এই স্কিমের মেয়াদ মাত্র ২ বছর বলে ধার্য করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক
মোট কত টাকা জমা করা যেতে পারে এই যোজনায়:
এক জন মহিলা কিংবা শিশু কন্যারা এই যোজনায় সুবিধা পাবেন। আর এই যোজনায় সর্বোচ্চ জমার পরিমাণ ধার্য করা হয়েছে ২ লক্ষ টাকা।
সুদের হার কত?
এই বিনিয়োগ পরিকল্পনায় ৭.৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। যা বেশির ভাগ ব্যাঙ্কের স্থায়ী আমানত এবং পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পিপিএফ (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো অন্যান্য জনপ্রিয় বিনিয়োগ স্কিমগুলির তুলনায় বেশি।
আরও পড়ুন: সরকারের বিশাল নির্দেশ, পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, এবার ৫০ শতাংশ বেশি পেনশন
মেয়াদপূর্তির সময়:
মহিলা সম্মান সঞ্চয়পত্রের আওতায় একক আমানত সুবিধা ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে অর্থাৎ ২ বছরের জন্য হবে।
ট্যাক্স বেনিফিট বা কর সংক্রান্ত সুবিধা:
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি হল তাঁদের জন্যই বিনিয়োগের উপযুক্ত, যাঁরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF), সিনিয়র সিটিজেন স্মল সেভিংস স্কিম বা এসসিএসএস (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি (NSC), এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) স্কিমে ধারা ৮০সি-র অধীনে কর সংক্রান্ত সুবিধা বা ট্যাক্স বেনিফিট পেতে চান। কিন্তু এই প্রকল্পের কর কাঠামো এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! এই শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা
টাকা তোলার সীমা:
ভারত সরকার মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে আংশিক প্রত্যাহারের সুবিধার অনুমতি দিয়েছে।
কী ভাবে এবং কোথায় খুলতে হবে অ্যাকাউন্ট?
এই প্রকল্পের সকল বিষয় এখনও সরকারের তরফে জানানো হয়নি। কিন্তু বিশ্লেষকদের মতামত যে, এই স্কিমটি ২০২৩ সালের ১ এপ্রিল থেকে যে কোনও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কে খোলা যেতে পারে।