মানিকন্ট্রোলের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের বিশেষ অভিযান প্রথমে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে শুরু করা হচ্ছে ৷ তবে এটা লিঙ্ক করার প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে আপনার উপর নির্ভর করবে ৷ লিঙ্ক করার জন্য ভোটদাতাদের জোর করা যাবে না ৷
আরও পড়ুন: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল
advertisement
NVSP ওয়েবসাইটে করতে হবে রেজিস্ট্রেশন
আধার ও ভোটার আইডি কার্ড লিঙ্ক করার জন্য সবার প্রথমে এনবিএসপি পোর্টালে (National Voter’s Service Portal) – www.nvsp.in রেজিস্টার করতে হবে ৷ ওয়েবসাইটে গিয়ে New User অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷ এবার আপনার মোবাইলে চলে আসবে OTP যা দিতেই খুলে যাবে নতুন একটি পেজ ৷ এখানে নিজের সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ এবার Submit বটনে ক্লিক করতেই আপনার সমস্ত তথ্য রেজিস্টার হয়ে যাবে ৷ ভোটার লিস্টকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করার কাজ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত পুরো করা হবে ৷
আরও পড়ুন: ব্যাঙ্কের নিয়মে আমূল বদল, না মানলে ক্লিয়ার করা হবে না চেক
আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পদ্ধতি
NSVP পোর্টালের হোম পেজে ইলেকটোরাল রোলে (Electoral Roll) ক্লিক করতে হবে ৷ এরপর ভোটার আইডি-র ডিটেল বা এপিক নম্বর (EPIC NO.) এবং রাজ্যের নাম দিতে হবে ৷ পেজের ডান দিকে ফিড আধার নম্বর (Feed Aadhaar No) দেখা যাবে ৷ এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন উইন্ডো যেখানে আধার কার্ডের ডিটেল ও এপিক নম্বর দিতে হবে ৷ এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডি-তে চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড ৷ ওটিপি দিতেই স্ক্রিনে আধার ও ভোটার আইডি লিঙ্ক হওয়ার নোটিফিকেশন চলে আসবে ৷