TRENDING:

Voter ID-Aadhaar Link: এবার ভোটার আইডি-র সঙ্গেও করতে হবে আধার লিঙ্ক? কী করতে হবে জেনে নিন...

Last Updated:

Voter ID-Aadhaar Link: আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পদ্ধতি-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একাধিক রাজ্যে সোমবার থেকে ভোটার আইডি ও আধার কার্ড লিঙ্ক করার অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন ৷  কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার কাজ ভোটদাতার পরিচয় এবং ইলেকটোরাল রোলে এন্ট্রির অথেন্টিকেশনের উদ্দেশ্যে করা হয়েছে ৷
advertisement

মানিকন্ট্রোলের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের বিশেষ অভিযান প্রথমে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে শুরু করা হচ্ছে ৷ তবে এটা লিঙ্ক করার প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে আপনার উপর নির্ভর করবে ৷ লিঙ্ক করার জন্য ভোটদাতাদের জোর করা যাবে না ৷

আরও পড়ুন: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল

advertisement

NVSP ওয়েবসাইটে করতে হবে রেজিস্ট্রেশন

আধার ও ভোটার আইডি কার্ড লিঙ্ক করার জন্য সবার প্রথমে এনবিএসপি পোর্টালে (National Voter’s Service Portal) – www.nvsp.in রেজিস্টার করতে হবে ৷ ওয়েবসাইটে গিয়ে New User অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷ এবার আপনার মোবাইলে চলে আসবে OTP যা দিতেই খুলে যাবে নতুন একটি পেজ ৷ এখানে নিজের সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ এবার Submit বটনে ক্লিক করতেই আপনার সমস্ত তথ্য রেজিস্টার হয়ে যাবে ৷ ভোটার লিস্টকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করার কাজ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত পুরো করা হবে ৷

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কের নিয়মে আমূল বদল, না মানলে ক্লিয়ার করা হবে না চেক

আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

NSVP পোর্টালের হোম পেজে ইলেকটোরাল রোলে (Electoral Roll) ক্লিক করতে হবে ৷ এরপর ভোটার আইডি-র ডিটেল বা এপিক নম্বর (EPIC NO.) এবং রাজ্যের নাম দিতে হবে ৷ পেজের ডান দিকে ফিড আধার নম্বর (Feed Aadhaar No) দেখা যাবে ৷ এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন উইন্ডো যেখানে আধার কার্ডের ডিটেল ও এপিক নম্বর দিতে হবে ৷ এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডি-তে চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড ৷ ওটিপি দিতেই স্ক্রিনে আধার ও ভোটার আইডি লিঙ্ক হওয়ার নোটিফিকেশন চলে আসবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Voter ID-Aadhaar Link: এবার ভোটার আইডি-র সঙ্গেও করতে হবে আধার লিঙ্ক? কী করতে হবে জেনে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল