আরও পড়ুন: লেক্সাস আনল সুপার লাক্সারি এনএক্স ৩৫০ এইচ, টক্কর নিচ্ছে মার্সিডিজ, অডির সঙ্গে!
কী এই পিএম কিষান যোজনা?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের ছোট ও সীমান্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে দশম কিস্তির টাকা চলে এসেছে ৷ মোট ১২ কোটি কৃষকরা এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার সাহায্য করা হয় ৷ তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে ৷
advertisement
কোন কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকন ?
কৃষক পরিবারের কোনও সদস্য ট্যাক্স জমা দিয়ে থাকলে এই যোজনার সুবিধা পাবেন না ৷ পরিবারের সদস্য হিসবে এখানে স্বামী-স্ত্রী ও সন্তানকে ধরা হবে ৷ এই যোজনার সুবিধা পাওয়ার জন্য নিজের নামে কৃষি যোগ্য জমি থাকা বাধ্যতামূলক ৷ বাবা বা দাদুর নামে থাকা জমি থাকলে যোজনার সুবিধা মিলবে না ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়ার জন্য কী ভাবে আবেদন করতে হয় ? জেনে নিন
একই জমির জন্য স্বামী-স্ত্রী দু’জনেই কী লাভ নিতে পারবেন ?
স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও একজন এই যোজনার লাভ নিলে অপরজন এই যোজনার বেনিফিট পাবেন না ৷ কোনও কৃষি মালিক সরকারি চাকরি করলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না ৷ রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, আইনজীবী, সিএ-দের এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷ কোনও কৃষক যদি বছরে ১০ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন তাহলে তিনি এই যোজনার সুবিধা নিতে পারবেন না ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে কত টাকা দিয়ে বিনিয়োগ শুরু করলে লাভবান হবেন? জেনে নিন......
কোন নম্বরে ফোন করে সমস্ত তথ্য পেয়ে যাবেন ?
- পিএম কিষান সম্মান যোজনার ল্যান্ডলাইন নম্বর 011—23381092, 23382401
- পিএম কিষান যোজনার টোল ফ্রি নম্বর- 18001155266
- পিএম কিষান যোজনার হেল্পলাইন নম্বর- 155261, 0120-6025109