TRENDING:

Ayushman Card তৈরি করাতে চান! মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম, কী কী সুবিধা মিলবে ?

Last Updated:

১৭ সেপ্টেম্বর থেকে আয়ুষ্মান কার্ড কর্মসূচির অধীনে একটি প্রচার অভিযান চালিয়ে সুবিধাভোগী ব্যক্তিদের নাম রেজিস্ট্রার করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প দেশবাসীর জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। এই প্রকল্পের অধীনে সাধারণ মানুষকে সরকার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়। সম্প্রতি সরকার ঘোষণা করেছে যে, পিএইচএস রেশন কার্ডধারীদের জন্য সরকার আয়ুষ্মান কার্ডও তৈরি করবে। এর জন্য ১৭ সেপ্টেম্বর থেকে আয়ুষ্মান কার্ড তৈরির কর্মসূচির অধীনে একটি প্রচার অভিযান চালানো হবে।
advertisement

আয়ুষ্মান ভারত যোজনার নোডাল অফিসার ড. ধরমবীর সিং বলেছেন যে, পিএইচএস রেশন কার্ডধারীদের জন্য সরকার আয়ুষ্মান কার্ড তৈরি করবে। তিনি জানিয়েছেন যে, ১৭ সেপ্টেম্বর থেকে আয়ুষ্মান কার্ড কর্মসূচির অধীনে একটি প্রচার অভিযান চালিয়ে সুবিধাভোগী ব্যক্তিদের নাম রেজিস্ট্রার করা হবে। এর জন্য আশা কর্মী ও পঞ্চায়েত সহকারীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ৪ হাজার বছরের প্রাচীন রহস্যময় গুহা, হাজার চেষ্টাতেও শেষ প্রান্ত খুঁজে পায়নি কেউ

advertisement

ড. ধরমবীর সিং আরও জানিয়েছেন যে সরকার কর্তৃক জারি করা এই প্রকল্পের অধীনে, পিএইচএস রেশন কার্ড রয়েছে এমন নাগরিকদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। তিনি বলেছেন যে, শুধুমাত্র সেই রেশন কার্ডগুলিকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে যাদের পরিবারের ৬ বা তার বেশি সদস্য রয়েছে। ৬ জনের কম সদস্যের রেশন কার্ডধারীদের সরকার এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: চাকরি থেকে অবসর নিলেও আর থাকবে না পেনশনের চিন্তা; SBI দিচ্ছে দারুণ সুযোগ

নোডাল অফিসার ড. ধরমবীর সিং জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, সরকার প্রথমে ২০১১ সালের আদমশুমারি তালিকা জরিপ করে এবং যোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ করবে, এবং সেই আয়ুষ্মান কার্ড তৈরি করবে। এছাড়াও সুবিধাভোগীরা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার আওতাতেও নানান প্রকল্পের সুবিধা পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

নোডাল অফিসার বলেছেন যে, সরকার কর্তৃক তৃতীয় তালিকার অধীনে ২০১৯ সাল পর্যন্ত শ্রম বিভাগে রেজিস্ট্রার করা ব্যক্তিদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছিল। এখন, আয়ুষ্মান ভারত কর্মসূচির অধীনে প্রচার অভিযান চালিয়ে এই প্রকল্পের সুবিধা পিএইচএস রেশন কার্ডধারীদেরও দেওয়া হবে। সরকারের এই ঘোষণায় স্বভাবতই দেশের মানুষ খুশি হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ayushman Card তৈরি করাতে চান! মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম, কী কী সুবিধা মিলবে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল