কচ্ছের কাছে ৪ হাজার বছরের প্রাচীন রহস্যময় গুহা, হাজার চেষ্টাতেও শেষ প্রান্ত খুঁজে পায়নি কেউ

Last Updated:

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ৪ হাজার বছরের পুরনো। গুহার মুখ দেখা যায়। কিন্তু তার শেষ কোথায় তা আজও জানে না মানুষ।

একদিকে আরব সাগর। অন্যদিকে মরুভূমি। প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য গুজরাত। তবে শুধু সৌন্দর্য নয়, গুজরাত রহস্যময়ও। আজও যার তল পাওয়া যায়নি। কচ্ছের খিরসারা গ্রামে রয়েছে এক প্রাচীন গুহা। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ৪ হাজার বছরের পুরনো। গুহার মুখ দেখা যায়। কিন্তু তার শেষ কোথায় তা আজও জানে না মানুষ।
কচ্ছের ৪ হাজার বছরের প্রাচীন গুহা: খিরসারা গ্রাম থেকে দুই কিমি দূরে হাতেদিও পাহাড়। পাহাড়ের কোলে রয়েছে রহস্যময় গুহা। আশপাশের চার-পাঁচটা গ্রামের মানুষ বলেন, এই গুহা ৪ হাজার বছরের প্রাচীন। কিন্তু কে বানিয়েছে এই গুহা? না, এ সম্পর্কে কিছু জানা যায় না। গ্রামবাসীরাও কিছু বলতে পারেননি।
advertisement
advertisement
রহস্যময় এই গুহা যেন গোলকধাঁধা। প্রবেশের তিনটি পথ খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু বেরনোর হদিশ মেলেনি। নখতরানা শহর থেকে ৩০ কিমি দূরে খিরসারা গ্রাম। সেখান থেকে দুই কিমি হেঁটে পাহাড়ের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রহস্যময় গুহায় পৌঁছনোর পথ। কয়েক বছর আগে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার মানুষ। তাঁরা বলছেন, খাপরা ও কোডিও নামে দুই কুখ্যাত চোর এই গুহায় থাকত। আশপাশের এলাকায় চুরি চামারি করে লুকিয়ে পড়ত এখানে। তাই কেউ এদের টিকিও ছুঁতে পারেনি।
advertisement
গুহার শেষ কোথায়: স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, খাপরা আর কোডিও চুরি করে গুহাতেই লুকিয়ে পড়তেন। তাই এখানে বহু মুল্যবান সম্পদ রয়েছে। ‘গুপ্তধনের’ হদিশ পেতে অনেকেই এই গুহায় ঢুকেছেন। কিন্তু কিছুই মেলেনি। কৌতূহলের বশেও অনেকে গুহায় প্রবেশ করেছেন। কিন্তু শুধুই ভয় ধরানো অন্ধকার। বাইরে বেরনোর পথ খুঁজে পাননি কেউই।
advertisement
স্থানীয় বাসিন্দারা মনে করেন, গুহাটি পাঁচ কিলোমিটার দীর্ঘ। কিন্তু এখনও অবধি ২৫ থেকে ৩০ ফুট ভেতর পর্যন্ত যাওয়া গিয়েছে। এরপর যেতে গেলেই যেন দমবন্ধ হয়ে আসে। ভয়ে পালিয়ে এসেছেন অনেকেই। কয়েক বছর আগে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আহমেদাবাদের একটি দল গুহার শেষ প্রান্ত খুঁজে বের করার চেষ্টা করেছিল। ঢুকেছিল প্রায় দেড় কিলোমিটার। কিন্তু তারপর গা ছমছমে পরিবেশ দেখে ভয় পেয়ে যান সদস্যরা। পালিয়ে আসেন তাঁরাও। রহস্যময় এই গুহার শেষ প্রান্ত আজও অধরাই!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কচ্ছের কাছে ৪ হাজার বছরের প্রাচীন রহস্যময় গুহা, হাজার চেষ্টাতেও শেষ প্রান্ত খুঁজে পায়নি কেউ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement