চাকরি থেকে অবসর নিলেও আর থাকবে না পেনশনের চিন্তা; SBI দিচ্ছে দারুণ সুযোগ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নিরাপদ পেনশন প্ল্যান নেওয়ার পরিকল্পনা করলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র পেনশন প্ল্যান নেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
এসবিআই লাইফ সরল পেনশন প্ল্যান: বৈশিষ্ট্য এবং সুবিধা ১. অবসরের পরে স্ট্যান্ডার্ড ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান-সহ এই প্ল্যান নিরাপত্তা নিশ্চিত করে। ২. সিঙ্গেল লাইফ অথবা জয়েন্ট লাইফ অ্যানুইটি-সহ প্রিমিয়াম বিকল্পগুলির প্রাপ্ত বিকল্প থেকে বেছে নিতে পারবেন বিনিয়োগকারীরা। ৩. আর্থিক প্রয়োজন থাকলে বিনিয়োগকারীরা ঋণের সুবিধাও পেতে পারেন।
advertisement
৪. কোনও নির্দিষ্ট ধরনের জটিল রোগ ধরা পড়লে বিনিয়োগকারীরা এই প্ল্যানের সারেন্ডার ভ্যালু পেতে পারেন। ৫. মেয়াদপূর্তিতে সাম অ্যাসিওর্ডের সঙ্গে সঙ্গে সঞ্চিত সিম্পল রিভার্শনারি বোনাস অ্যান্ড টার্মিনাল বোনাস বিনিয়োগকারীদের অ্যানুইটি রূপে দেওয়া হয়ে থাকে। ৬. সমস্ত প্রিমিয়াম এবং দাবির উপর ১৯৬১ সালের আয়কর আইনের ৮০সিসিসি ধারা এবং ১০(১০এ) ধারার অধীনে ট্যাক্স বেনিফিট পাবেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
মিনিমাম ম্যাচিউরিটি বয়স হল ৪০ বছর এবং ম্যাক্সিমাম ম্যাচিউরিটি বয়স হল ৭০ বছর। সিঙ্গেল প্রিমিয়ামের জন্য পলিসির মেয়াদ ৫ বছর এবং রেগুলার প্রিমিয়ামের জন্য ১০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত হতে পারে। ন্যূনতম বেসিক সাম অ্যাশিওর্ড পরিমাণ হল ১ লক্ষ টাকা। যদিও সর্বোচ্চ পরিমাণ কত হবে, সময়ে সময়ে তার সিদ্ধান্ত নেয় বোর্ড। প্রিমিয়াম কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম হিসেবে দেওয়া যেতে পারে। তা-ও মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে।
