আরও পড়ুন: PM Kisan : মে মাসে আসতে চলেছে যোজনার কিস্তির টাকা, তবে এঁরা পাবেন না ২০০০ টাকা..
কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভালো?
- গাড়ি কেনার জন্য নেওয়া লোনে সুদের হার (Interest Rate) অন্যান্য লোনের তুলনায় কম হয়।
- খুব সহজেই নির্ঝঞ্ঝাটে কার লোন পাওয়া যায়।
- কার লোনের জন্য নিয়মিত মাসিক আয়ের দরকার হয় না, মাঝারি ক্রেডিট স্কোর আছে, এমন গ্রাহকরাও গাড়ির জন্য লোন পেতে পারেন।
- নিরাপত্তার জন্য জমি বা বাড়ির কাগজ দিতে হয় না, কেনা গাড়িটি ব্যাঙ্কের কাছে নিরাপত্তার অ্যাসেট হিসেবে কাজ করে।
advertisement
আরও পড়ুন: বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট
advertisement
একটি কার লোন নেওয়ার সময় কী কী বিষয় লক্ষণীয়--
সুদের হার | ৭.০০% থেকে শুরু |
প্রসেসিং ফি | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
লোনের মেয়াদ | ১ বছর থেকে ৮ বছর |
প্রি-ক্লোজার চার্জ | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
গ্যারান্টার | ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয় |
advertisement
আরও পড়ুন: আপনার আধার কার্ড আসল না নকল, এই স্টেপসগুলি ফলো করে জেনে নিন...
সঠিক লোন কী ভাবে চয়ন করতে হবে?
- বিভিন্ন ব্যাঙ্কের লোন এবং সুদের হার তুলনা করতে হবে।
- এমন লোনের প্যাকেজ বেছে নিতে হবে, যার সুদের হার কম হবে এবং গ্রাহকের প্রত্যাশিত অর্থও পাওয়া যাবে।
- লোনের জন্য আবেদন করার আগে পছন্দের গাড়ি বেছে ঠিক করতে হবে যে, কত টাকা লোন দরকার।
- শুরুতেই দেখেই নিতে হবে যে, কোনও লোনে অতিরিক্ত চার্জ বা গুপ্ত ফি রয়েছে কিনা।
advertisement
Location :
First Published :
April 27, 2022 2:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Loan: গাড়ি কিনবেন ভাবছেন ? জেনে নিন সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণের হদিশ