আরও পড়ুন: সঞ্চয় না বিনিয়োগ? আপনার জন্য কোনটা করা ঠিক হবে .....
সার্বভৌম গোল্ড বন্ডের মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করে থাকে ৷ এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোনার বার, বিস্কুট বা গয়না কিনলে যেমন তার সুরক্ষার জন্য চিন্তা করতে হয় বা লকার ভাড়া দিয়ে সেগুলি রাখতে হয়, ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে এই সমস্ত ঝামেলা নেই ৷
advertisement
এই বন্ড সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), ডাকঘর (Post Office) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE) ও বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) মাধ্যমে বিক্রি করা হয় ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small finance banks) ও পেমেন্ট ব্যাঙ্কে (Payment banks) গোল্ড বন্ড বিক্রি হয় না ৷
আরও পড়ুন: মিস করবেন না এই অফার! আগামিকাল থেকে বিপুল সস্তায় মিলবে সোনা....
২.৫ শতাংশ গ্যারেন্টিড রিটার্ন-
এসজিবি স্কিমে বিনিয়োগে সরকারের তরফে গ্যারেন্টিড রিটার্ন দেওয়া হয়ে থাকে ৷ এর জেরে বছরে ২.৫ শতাংশ সুদ দেওয়া হবে যা প্রত্যেক ছ’মাসে আপনাকে দেওয়া হবে ৷
মিলবে ট্যাক্স ছাড়
সার্বভৌম গোল্ড বন্ডের ম্যাচিউরিটি ৮ বছরে হয় ৷ লক ইন পিরিয়ড অবশ্য ৫ বছরের হয় ৷ এসজিবি-তে ইনভেস্ট করে যদি ম্যাচিউরিটি অবধি টাকা না তোলেন তাহলে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কত টাকা বাড়ল....
এসজিবি-র উপরে লোন নিতে পারবেন
সার্বভৌম গোল্ড বন্ড ব্যবহার করে লোনের কোলেটরলের জন্য ব্যবহার করা যেতে পারে ৷ লোন টু ভ্যালু (LTV) অনুপাত এমনি সোনার লোনের মতোই হয় ৷ এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক সময় সময়ে নতুন নিয়ম জারি করে থাকে ৷
সোনার কয়েন বা বারের মতো সার্বভৌম গোল্ড বন্ডে ইনভেস্ট করলে দিতে হবে না কোনও মেকিং চার্জ ৷ (Making Charge on Gold)
কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?
সার্বভৌম গোল্ড বন্ডে একজন ব্যক্তি অধিকতম ৪ কিলো গোল্ড বন্ড (maximum investment in SGB) কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম ইনভেস্ট করা বাধ্যতামূলক ৷ ট্রাস্ট বা অন্যান্য সংস্থা এক আর্থিক বছরে ২০ কিলোগ্রাম পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷