স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেকের পেমেন্ট বন্ধ করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ভিজিট করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে onlinesbi.com
স্টেপ ২ - এরপর নেট ব্যাঙ্কিং করার জন্য লগইন করতে হবে। এর জন্য ব্যাঙ্কের তথ্য দিয়ে ক্যাপচা (Captcha) এন্টার করতে হবে। এরপর নিজেদের ওটিপি (OTP) এন্টার করতে হবে।
advertisement
আরও পড়ুন: থাকুন সদা সুরক্ষিত, এক নজরে দেখে নিন অনলাইন ব্যাঙ্কিং দুর্নীতি থেকে বাঁচার উপায়!
স্টেপ ৩ - এরপর হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যান্ড এনকয়ারি (Request & Enquiries)।
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে স্টপ পেমেন্ট মেনুতে।
স্টেপ ৫ - এরপর নিজেদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। নিজেদের চেক বইয়ের শুরুর চেক নম্বর এবং শেষের চেক নম্বর দিতে হবে।
স্টেপ ৬ - এরপর সিলেক্ট করতে হবে চেক টাইপ। এরপর ড্রপ ডাউন করে কারণ দিতে হবে।
স্টেপ ৭ - এরপর টার্ম এবং কন্ডিশন আইকনে (Term & Condition) টিক দিতে হবে।
স্টেপ ৮- এরপর সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে চেক ক্যানসেল বন্ধ করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ভিজিট করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে onlinesbi.com
আরও পড়ুন: দেশে আসছে ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোর সঙ্গে এর আদতে তফাত কোথায় জেনে নিন
স্টেপ ২ - এরপর নেট ব্যাঙ্কিং করার জন্য লগইন করতে হবে। এর জন্য ব্যাঙ্কের তথ্য দিয়ে ক্যাপচা (Captcha) এন্টার করতে হবে। এরপর নিজেদের ওটিপি (OTP) এন্টার করতে হবে।
স্টেপ ৩ - এরপর হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যান্ড এনকয়ারি (Request & Enquiries)।
স্টেপ ৪ - এরপর মেনুতে গিয়ে ক্লিক করতে হবে রিভোক স্টপ পেমেন্ট ইন্সট্রাকশন (Revoke Stop Payment Instruction) ট্যাব।
স্টেপ ৫ - এরপর সিলেক্ট করতে হবে নিজেদের অ্যাকাউন্ট রিলেটেড চেক।
স্টেপ ৬ - এরপর নিজেদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। নিজেদের চেক বইয়ের শুরুর চেক নম্বর এবং শেষের চেক নম্বর।
স্টেপ ৭ - এরপর সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।