TRENDING:

Jute Cultivation: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

পাট চাষ করেও যেকোন কৃষক ব্যাপক লাভের মুখ দেখতে পারেন। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করলেই মিলবে এই ব্যাপক আয়। জেনে নিন সেই বিস্তারিত পদ্ধতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: পাট একটি ব্যাপক লাভজনক ফসল। এই পাট মূলত বর্ষাকালীন ফসল হিসেবেই বেশি পরিচিত। এর জীবনকাল হয়ে থাকে মূলত ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত। পাট বুনতে হলে মাটিতে রস থাকা অবস্হায় পাট বীজ বুনে দিতে হয়।
advertisement

মাটিতে রসের অভাব হলে একটা জলসেচ দিয়ে নিতে হয়। এই পাট শুরুর সময় থেকে শেষ সময় পর্যন্ত একজন কৃষককে মুনাফার মুখ দেখাতে পারে। প্রাথমিক অবস্থায় পাট গাছ শাঁক হিসেবে বাজারে বিক্রি করা যেতে পারে। পরবর্তী সময়ে পাট গাছ বড় হলে সেটার আঁশ এবং পাট কাঠি বাজারে ব্যাপক চাহিদা থাকে।

advertisement

কোচবিহারের এক পাট চাষী দেবদুলাল মন্ডল জানাচ্ছেন, "পাট চাষের জমি হিসেবে সামান্য ক্ষারযুক্ত যে-কোনও মাটিতেই পাট চাষ করা যায়। তবে ভাল ফলন ও উন্নত জাতের আঁশ পাওয়ার জন্য পলিযুক্ত উর্বর মাটি সবচেয়ে ভাল। তবে কাদা দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটিতেও পাট চাষ করা যায়।

View More

advertisement

সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমিতে মিঠা পাট এবং উঁচু ও নীচু দু’রকম জমিতেই তিতা পাট চাষ করা যায়। পাটের ফলন ভালো পেতে সঠিক সময়ে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। মূল সার হিসাবে ইউরিয়া সার না প্রয়োগ করে সম্পূর্ণ ফসফেট ও অর্ধেক পটাশ সার এবং চাপান হিসাবে মোট নাইট্রোজেন সারের অর্ধেক এবং বাকি পটাশ সার ২ ভাগে বীজ বোনার ১৫ দিন ও ৩৫-৪০ দিন পর দিতে হবে। তবে মাটি পরিক্ষা করে সার প্রয়োগ করা ভাল।"

advertisement

আরও পড়ুন: এই বছর থেকে বেতনে কত ট্যাক্স কাটবে? জেনে নিন নতুন নিয়ম

এছাড়া আরেক পাট চাষী রজনী অধিকারী জানাচ্ছেন, "পাট গাছের আসে পাশে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। আগাছা যেন না জন্মায় তার জন্য সময়মতো সঠিক পরিমাণে আগাছা নাশক জমিতে প্রয়োগ করতে হবে । সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিঘা প্রতি ৪ ব্যারেল জল বা ৬০ লিটার জলে আগাছানাশক ঔষধ ভালো করে মিশিয়ে ভেজা আর্দ্র জমিতে প্রয়োগ করতে হবে।" তবে এই পাট চাষ করতে বিঘা প্রতি খরচের পরিমাণ থাকে আনুমানিক ৬০০০ টাকার মতন। তবে বিঘা প্রতি লাভের পরিমাণ দ্বিগুণ পাওয়া সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jute Cultivation: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! জেনে নিন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল