১ ফেব্রুয়ারি ২০২০ aadhaarshila প্ল্যান লঞ্চ করা হয়েছিল ৷ লাইফ কভারের পাশাপাশি এই পলিসি সেভিংসেরও সুবিধা দিয়ে থাকে ৷ একজন মহিলা এই স্কিমে প্রতিদিন ২৯ টাকা করে সেভিংস করেন তাহলে পলিসি ম্যাচিউর হলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা ৷ পলিসি চলাকালীন এই পলিসিতে লোন নেওয়ারও সুবিধা রেয়েছে ৷
advertisement
কত দিনের জন্য এই প্ল্যান নেওয়া যেতে পারে
৮ থেকে ৫৫ বছরের যে কোনও মহিলা এই পলিসি করাতে পারবেন ৷ পলিসি ১০ বছরের জন্য কিনতে হবে ৷ অধিকতম ২০ বছরের জন্য পলিসিতে ইনভেস্ট করা যেতে পারে ৷ তবে ম্যাচিউরিটির সময় মহিলার বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না ৷
এই প্ল্যানে ন্যূনতম ৭৫ হাজার টাকার বিমা করা যেতে পারে ৷ অধিকতম ৩ লক্ষ টাকা ৷ পলিসি হোল্ডার এই পলিসিতে অ্যাক্সিডেন্ট বেনিফিটের রাইডার নিতে পারবেন ৷
কত টাকা প্রিমিয়াম দিতে হবে ?
কোনও মহিলার বয়স ২০ হলে এবং ২০ বছরের জন্য ৩ লক্ষ টাকার পলিসি নিয়ে থাকলে তাঁকে বছরে ১০৬৪৯ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷
ম্যাচিউরিটি বেনিফিট
ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা ৷ ২ লক্ষ বিমার টাকা এবং ২ লক্ষ লয়েল্টি বোনাস হিসেবে ৷
প্রিমিয়াম পেমেন্ট
এই প্ল্যানে মাসে, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে প্রিমিয়াম দেওয়া যেতে পারে ৷ সময়ের মধ্যে প্রিমিয়াম দিতে ভুলে গেলে ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে ৷ মাসের হিসেবে প্রিমিয়াম দিলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে ৷
ক্যাশ বেনিফিট
পলিসি শুরু হওয়ার ৫ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে বিমার পুরো টাকা দেওয়া হবে ৷ এরপর মৃত্যু হলে বিমার টাকা প্লাস লয়েল্টি বোনাস দেওয়া হবে নমিনিকে ৷
সেটেলমেন্ট
ম্যাচিউরিটির পর এককালীন পুরো টাকা নিতে পারেন বা কিস্তিতে ৷
সারেন্ডার করতে পারবেন
লাগাতার দু’বছর পলিসির প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করতে পারবেন ৷