Petrol price today: আজ কলকাতা-সহ বিভিন্ন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 14 September 2021)
ইন্ডিয়ান অয়েলের (IOCL) তরফে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ এদিনও দেশের রাজধানী-সহ সমস্ত শহরে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷ এই নিয়ে লাগাতার নবম দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ এর আগে ৫ সেপ্টেম্বর তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম ১৫ পয়সা প্রতি লিটারে কমিয়েছিল ৷ এরপর থেকে লাগাতার তেলের দাম স্থির রয়েছে ৷ সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত প্রতি লিটারে ৩০ পয়সা কমানো হয়েছে ৷
advertisement
IOCL-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.১৯ টাকায় এবং ডিজেল ৮৮.৬২ টাকায় স্থির রয়েছে ৷ তেল সংস্থাগুলির তরফে প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বা এসএমএস-এর মাধ্যমে আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷
advertisement
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 14 September 2021) দিল্লি- পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.৬২ টাকা, মু্ম্বই- পেট্রোল১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.১৯ টাকা, চেন্নাই- পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা, কলকাতা- পেট্রোল ১০১.৭২ টাকা, ডিজেল ৯১.৮৪ টাকা, নয়ডা- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৮৯.২১ টাকা, জয়পুর- পেট্রোল ১০৮.১৭ টাকা, ডিজেল ৯৭.৭৬ টাকা, ভোপাল- পেট্রোল ১০৯.৬৩ টাকা, ডিজেল ৯৭.৪৩ টাকা, বেঙ্গালুরু- পেট্রোল ১০৪.৭০ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা, লখনউ- পেট্রোল ৯৮.৩০ টাকা, ডিজেল ৮৯.০২ টাকা, পটনা- পেট্রোল ১০৩.৭৯ টাকা, ডিজেল ৮৪.৫৫ টাকা
advertisement