এ-দিন সকালে দেখা যায় যে, সেনসেক্স ১৫০ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৫১৯৭৩-এর স্তরে খুলে লেনদেন শুরু করেছে। সেখানে নিফটি ৩৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৫৪৫২-র স্তরে খুলে ব্যবসা শুরু করেছে। আর এর পরেই বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে এবং তারাও বাজারে জোরকদমে কেনাকাটা শুরু করেছে। সকাল ৯টা ২৬ মিনিট দেখা যায়, সেনসেক্স ৩২৫ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৫২১৪৭-এর স্তরে লেনদেন করছে এবং নিফটি-ও ১০০ পয়েন্ট বেড়ে ১৫৫১৩-র স্তরে পৌঁছে গিয়েছে।
advertisement
এই স্টকগুলিতে উর্ধ্বগতি:
আজ শুরু থেকেই এয়ারটেল (Airtel), উইপ্রো (Wipro), মারুতি (Maruti), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), আল্ট্রাটেক সিমেন্ট (Ultratech Cement), এশিয়ান পেন্টস (Asian Paints), টিসিএস (TCS), এমঅ্যান্ডএম (M&M), ডা. রেড্ডিস (Dr Reddy’s), হিরো মোটোকর্প (Hero MotoCorp), বাজাজ অটো (Bajaj Auto) এবং ডিভিস ল্যাবস (Divis Labs)-এর শেয়ারে বাজি ধরেছে বিনিয়োগকারীরা। আর ঘন-ঘন এই সব সংস্থার শেয়ার কেনার জেরে এই স্টকগুলি শীর্ষ মুনাফাকারীর তালিকায় জায়গা করে নিয়েছে।
অন্য দিকে আবার, অ্যাপোলো হসপিটালস (Apollo Hospitals), ওএনজিসি (ONGC), টাইটান কোম্পানি (Titan Company), পাওয়ার গ্রিড কর্পোরেশন (Power Grid Corporation), এসবিআই লাইফ ইনস্যুরেন্স (SBI Life Insurance), রিলায়েন্স (Reliance), এইচডিএফসি ট্যুইনস (HDFC Twins), কোটাক ব্যাঙ্ক (Kotak Bank)-এর মতো সংস্থার স্টকগুলি আজ প্রথম থেকেই ব্যাপক ভাবে বিক্রি হয়েছে। ফলে এই স্টকগুলি শীর্ষ লোকসানের তালিকায় স্থান পেয়েছে। আজকের ব্যবসায় বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপের ক্ষেত্রেও ০.৪ শতাংশ উত্থান দেখা গিয়েছে।
সেক্টর অনুযায়ী শেয়ার বাজারের অবস্থা:
বিভিন্ন সেক্টরের নিরিখে আজকের ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আইটি এবং অটো সেক্টর শেয়ার বাজারে উপরের দিকে রয়েছে। বর্তমানে উভয় সেক্টরেই ১ শতাংশ উর্ধ্বগতি দেখা যাচ্ছে। ব্যাঙ্ক এবং রিয়েল এস্টেট সেক্টরের গতি আজ দুর্বল ছিল। আবার আজ তেল এবং গ্যাস সেক্টরেও পতন দেখা যাচ্ছে। আজ প্রথম থেকেই গ্লেনমার্ক ফার্মা (Glenmark Pharma)-র শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। আর বাজাজ অটো (Bajaj Auto) ৩ শতাংশের দারুণ লাভ করেছে।
আরও পড়ুন: নবান্ন যাওয়ার পথে হঠাৎ এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী! কেন? গুঞ্জন শুরু নানা মহলে
এশিয়ার বাজারের মিশ্র প্রবণতা:
বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গিয়েছে। এশিয়ার কয়েকটি শেয়ার বাজার উর্ধ্বগতির সঙ্গে লেনদেন করছে এবং কয়েকটি বাজারে আবার পতনও দেখা যাচ্ছে। আজ সকালের ব্যবসায় দেখা গিয়েছে যে, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ ০.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জাপানের নিক্কেই-এর ক্ষেত্রেও ০.৩৬ শতাংশ উর্ধ্বগতি দেখা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি-রও ০.৩১ শতাংশ উত্থান হয়েছে। কিন্তু হংকংয়ের স্টক মার্কেটে ২.৫৬ শতাংশ এবং তাইওয়ানের স্টক এক্সচেঞ্জে ২.৪২ শতাংশ পতন দেখা যাচ্ছে। একই ভাবে চিনের সাংহাই কম্পোজিটও ০.০৩ শতাংশ লোকসানে লেনদেন করছে।