TRENDING:

Multibagger Stocks: এই শেয়ার ৬ বছরে ১ লাখ টাকাকে করে দিয়েছে ৪০ লাখ টাকা!

Last Updated:

Multibagger Stocks: ল্যান্সার কনটেইনার লাইনস লিমিটেড কোম্পানির শেয়ারের দাম ৪৮৭ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার, সেই সকল মাল্টিব্যাগার শেয়ারের মধ্যে পড়ে, যারা ভারতীয় শেয়ার বাজারে বিগত কয়েক বছরে মোটা টাকা রিটার্ন দিয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে এই শেয়ার লঞ্চ করার সময়ে এর দাম ছিল শেয়ার প্রতি ১২ টাকা। বিগত কয়েক বছরে বিশেষ করে করোনা মহামারীর পরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে। লিস্টিংয়ের পর এই স্মল ক্যাপ শেয়ার ২ বার বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে।
অবশ্যই জানুন
অবশ্যই জানুন
advertisement

ল্যান্সার কনটেইনার লাইনস লিমিটেড কোম্পানির শেয়ারের দাম ৪৮৭ টাকা। ২০১৬ সালে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের দাম ছিল ১২ টাকা। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি ৬ বছর আগে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ১ লাখ টাকা এখন ৪০ লাখ টাকায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ, দেশে ফেরানো শুধু সময়ের অপেক্ষা!

advertisement

এক মাসে দিয়েছে ৩২ শতাংশ রিটার্ন -

বুধবার ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের ১.০৭ শতাংশ পতন হয়েছে। কিন্তু এই শেয়ার একটানা ভাল রিটার্ন দিয়ে চলেছে। বিগত ৫ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। একই ভাবে, বিগত ১ মাসে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ৩২ শতাংশ রিটার্ন দিয়েছে। ৬ মাসে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ১ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার ১৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫২ সপ্তাহে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ার সবথেকে উচ্চতম স্তরে পৌঁছে, শেয়ার প্রতি মূল্য হয়েছে ৫০৮ টাকা। অন্য দিকে, ৫২ সপ্তাহে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেডের শেয়ারের সব থেকে কম মূল্য হয়েছে শেয়ার প্রতি ১৭৬ টাকা।

advertisement

আরও পড়ুন: মেটা-য় শুরু গণছাঁটাই, চাকরি খোয়ালেন ফেসবুক-ইনস্টাগ্রামের কয়েক হাজার কর্মী!

১২৭ শতাংশ বেড়েছে কোম্পানির লাভ -

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ল্যান্সার কন্টেনার লাইনস লিমিটেড মোটা টাকা লাভ করেছে। এই সময় কোম্পানির মোট লাভের পরিমাণ ৫.৩৭ কোটি টাকা থেকে বেড়ে ১২.২২ কোটি টাকা হয়েছে। অর্থাৎ কোম্পানির লাভের পরিমাণ বেড়েছে ১২৭ শতাংশ। কোম্পানির আয়ের পরিমাণ ৫.৩৭ কোটি টাকা বেড়ে ১২১ কোটি টাকা হয়েছে। এই কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯২.৩৩ কোটি টাকা থেকে বেড়ে ৪৭০.৫৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stocks: এই শেয়ার ৬ বছরে ১ লাখ টাকাকে করে দিয়েছে ৪০ লাখ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল