TRENDING:

Scam Calls: এই পাঁচ ফোন কল রিসিভ করেছেন! পড়তে পারেন মারাত্মক বিপদে!

Last Updated:

অনেক সময়ই ভুয়ো ফোন করে নানা ধরনের তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়। কেমন ফোন আসতে পারে জালিয়াতির অঙ্গ হিসেবে দেখে নেওয়া যাক এক নজরে—

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে নানা ধরনের সমস্যাও। এর মধ্যে অন্যতম হল সাইবার জালিয়াতি। আজকাল অর্থের লেনদেন বেশির ভাগই হয় অনলাইনে। ফলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা খুবই বেশি।
advertisement

অনেক সময়ই ভুয়ো ফোন করে নানা ধরনের তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়। কেমন ফোন আসতে পারে জালিয়াতির অঙ্গ হিসেবে দেখে নেওয়া যাক এক নজরে—

১. আপনার ক্রেডিট/ডেবিট কার্ড বা অ্যাকাউন্টের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে:

কোনও অচেনা নম্বর ফোন করে ব্যাঙ্কের ম্যানেজার বা গ্রাহক প্রতিনিধি আধিকারিক পরিচয় দিয়ে কথা বলতে পারে জালিয়াতরা। জালিয়াতরা দাবি করে, নতুন নির্দেশিকা এসেছে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। অথবা, ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স নেই। এরপর কার্ডের বিবরণ, অ্যাকাউন্টের বিবরণ বলে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হতে পারে।

advertisement

আরও পড়ুন: মোমবাতি ও কন্ডোমে হাড্ডাহাড্ডি টক্কর,Blinkit-এ ভ্যালেন্টাইন্স ডেতে কে হারাল কাকে

২. মোবাইল সার্ভিস প্রোভাইডার হিসেবে ফোন:

‘আমি অমুক সার্ভিস প্রোভাইডারের তরফ থেকে কল করছি’ বলে ফোন আসতে পারে। ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিবরণ যাচাই করা হতে পারে। এরপর কোনও ভাল মোবাইল প্ল্যান বা কোনও বিশেষ অফার দেওয়ার নাম করে ব্যাঙ্কের বিশদ জেনে নিতে পারে।

advertisement

৩. অজানা নম্বর থেকে মিসড কল:

কোনও অজানা নম্বর থেকে আসা ‘মিসড কল’ও জালিয়াতির অঙ্গ হতে পারে। এধরনের নম্বরে কখনও ঘুরিয়ে ফোন করা উচিত নয়৷ আন্তর্জাতিক কোনও নম্বর, (যা +91 দিয়ে শুরু হয় না) থেকে মিসড কল এলেও কল ব্যাক করা যাবে না।

আরও পড়ুন: মাত্র ১১ দিন বাকি! বিরাট সুযোগ সরকারি-বেসরকারি কর্মীদের, মোটা পেনশন EPFO-তে

advertisement

৪. BHIM/ Paytm আপগ্রেড:

নোটবন্দির পর থেকেই Paytm এবং BHIM জাতীয় অ্যাপের চাহিদা বেড়েছে। জালিয়াতরাও তৎপর। ফোন করে BHIM অ্যাকাউন্ট পেতে তাদের সহায়তা করার ফাঁদে ফেলা হয়, বিশেষত বয়স্কদের। মোবাইল ব্যাঙ্কিং এবং ওয়ালেট অ্যাপে সাহায্য করার নাম করে শেষ পর্যন্ত ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেওয়া হয়।

advertisement

৫. আয়কর বিভাগ থেকে কল:

এমনকী আয়কর বিভাগ থেকেও ফোন করা হতে পারে। সাধারণত এমন ব্যক্তিকেই কল করা যিনি আয়কর প্রদানের উপযুক্তই নন, বিশেষত, বয়স্ক নাগরিকদের। ভয়ে বা বিস্ময়ে অনেকেই ব্যাঙ্কের তথ্য জানিয়ে ফেলেন।

বাঁচার উপায়:

মনে রাখতে হবে, ব্যাঙ্ক থেকে বেশির ভাগ সময়ই বিমা বা ঋণ সংক্রান্ত বিষয়ে কল করা হয়। কোনও ব্যাঙ্কের তরফ থেকেই কার্ড বা অ্যাকাউন্ট সম্পর্কিত বিশদ জিজ্ঞাসা করা হয় না। ব্যাঙ্কগুলি মূলত ই-মেলের মাধ্যমে যোগাযোগ করে, খুব প্রয়োজনে গ্রাহককে শাখায় দেখা করতে বলে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভুয়ো কলগুলিকে উপেক্ষা করাই ভাল। কোনও বিবরণ প্রকাশ করা বা বেশি কথা বলা ঠিক নয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Scam Calls: এই পাঁচ ফোন কল রিসিভ করেছেন! পড়তে পারেন মারাত্মক বিপদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল