রাজ্যে এসআইআরের পাশাপাশি শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের কাজ। সরকারি নির্দেশ অনুযায়ী, ১০০ দিনের কাজের প্রতিটি জব কার্ডধারীকেই এখন এই লিঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সময়সীমার মধ্যে কাজ না হলে জব কার্ড বাতিল হতে পারে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে। বর্তমানে এই প্রক্রিয়াটি ফেস অথেনটিকেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা ‘জব কার্ড ভেরিফিকেশন’ বা E-KYC’ নামেও পরিচিত।
advertisement
আরও পড়ুন: পাততাড়ি গুটিয়ে চলে গেলেও ঘূর্ণিঝড় মন্থার ফলাফল দগদগ করছে উত্তরবঙ্গের ‘এই’ জেলায়! ভুগতে হচ্ছে ‘ওঁদের’
এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল, জব কার্ডে যেসব পরিবারের সদস্যদের নাম রয়েছে, তারা বাস্তবে জীবিত ও সক্রিয়ভাবে কাজ করছেন কিনা, তা যাচাই করা। পাশাপাশি মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তথ্য হালনাগাদ করাই এই প্রকল্পের লক্ষ্য। লিঙ্কিংয়ের জন্য প্রয়োজন হবে জব কার্ড ও পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড। এই প্রক্রিয়া অনলাইনে নয়, সম্পূর্ণ অফলাইনেই সম্পন্ন করা যাবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বুথ অফিসে গিয়ে সরাসরি উপস্থিত থেকে লিঙ্ক করতে হবে। বুথ অফিসে উপস্থিত সহায়ক কর্মী বা অপারেটররা এই কাজের দায়িত্বে রয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশেষভাবে জানানো হয়েছে, পরিবারের সব সদস্যদেরই বুথ অফিসে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানেই Face Authentication প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের পরিচয় যাচাই করা হবে। প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে প্রকৃত শ্রমিকরা স্বচ্ছভাবে সুবিধা পাবেন এবং ভুয়ো জব কার্ডের সংখ্যা অনেকটাই কমে আসবে। তবে গ্রামীণ এলাকায় মানুষকে এই বিষয়ে সচেতন করতে প্রশাসনের তরফে মাইকিং ও প্রচারও চলছে, যাতে কেউ সময়সীমা পেরিয়ে সুবিধা না হারান। তাই আপনারও যদি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তা হলে দেরি না করে এখুনি সেরে ফেলুন!





