এই স্পেকট্রামের মাধ্যমে Jio গড়ে তুলতে চলেছে বিশ্বের সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক, যা দেশকে ব্রডব্যান্ড কানেক্টিভিটিতে আরও শক্তিশালী করতে সক্ষম হবে । Jio-এর 5G নেটওয়ার্ক পরবর্তী প্রজন্মের ডিজিটাল সমস্যার সমাধানগুলিকে নিয়ে আসবে যা দেশকে US$ 5+ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ৷
আরও পড়ুন: কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করে কীভাবে লক্ষ লক্ষ টাকার মালিক হবেন! জেনে নিন
advertisement
প্রায় ৬ বছর আগে জিও ৪জি নেটওয়ার্ক দেশে এনে একের পর এক রেকর্ড গড়ে তুলেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ৷ Jio-এর 4G নেটওয়ার্ক ৪০০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের সর্বোচ্চ মানের, সবচেয়ে সাশ্রয়ী ডিজিটাল পরিষেবা প্রতি মুহূর্তে প্রদান করে চলেছে। এবার ৫জি-র সঙ্গে Jio তাদের গ্রাহকদের আরও উন্নতমানের পরিষেবা দিতে চলেছে ৷
আরও পড়ুন: সোনার দামে বিরাট পতন, দেখে নিন ১০ গ্রামের দাম কমে কত হল
Jio-এর 5G সলিউশন ভারতে তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দেশবাসীর প্রয়োজন অনুসারে। এই মুহূর্তে Jio 5G রোলআউটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ৷