আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, শীতের মরশুমে বন্ধ থাকে চা পাতা তোলার কাজ। এই সময় কীটনাশক স্প্রে-র কাজ বন্ধ রাখা হয়। তবে চা পাতা বাঁচাতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা উচিত নয়। প্রাকৃতিক উপায়ে যতটা সম্ভব চা গাছের পরিচর্যা করা উচিত।
আরও পড়ুন: স্বামী রণবীরের জন্যেই ব্যাগে সূঁচ নিয়ে ঘোরেন দীপিকা! দাম্পত্যে এমন হাল হল কেন নায়িকার
advertisement
বিশেষজ্ঞ জানান, শীতকালে চা গাছের প্রুনিং করা হয়। চা গাছের যত্ন করতে হয়, পাতা-ডাল ছাঁটতে হয়। বসন্তে যখন ফের নতুন পাতা ওঠে, তখন তা তোলা হয়। চা গাছের গোড়ায় জল না জমলেই কীটপতঙ্গের আক্রমণ অনেকটা ব্যাহত হয়। গোবর সার ব্যবহার করা যেতে পারে।
শীতকালের এই সময় চা গাছে ফুল আসার কারণে চা পাতা উৎপাদন অনেকটা কমে যায়। উৎপাদন বাড়ানোর জন্য চা গাছের এক-দুটি শাখা রেখে অন্যান্য শাখাগুলো ছাঁটাই করা হয়। কীটনাশক স্প্রে কম করা হয় এই সময়। ভারতীয় টি পর্ষদ এমনিতেও ২০ টি কীটনাশককে বাতিল ঘোষণা করেছে। এই কীটনাশকের ব্যবহারে মানুষ বিষাক্ত চা পান করছে। যার ফলে শ্বাসকষ্ট-সহ নানান মারণব্যাধি প্রবেশ করছে মানুষের শরীরে।পাশাপাশি প্রাকৃতিক উপায়ে চা গাছের পরিচর্যার ওপর জোর দেওয়া হয়েছে।
Annanya Dey