Deepika-Ranveer: স্বামী রণবীরের জন্যেই ব্যাগে সূঁচ নিয়ে ঘোরেন দীপিকা! দাম্পত্যে এমন হাল হল কেন নায়িকার

Last Updated:
Deepika-Ranveer: দীপিকা-পাড়ুকোনকে দেখে মনে হতে পারে, তাঁদের দাম্পত্যও তাঁদের মতো অ‘সাধারণ’। কিন্তু তাঁদের সংসার, দাম্পত্যও জনসাধারণের থেকে খুব একটা আলাদা নয়।
1/7
২০১৮ সালে সংসার পেতেছেন বলিউডের দুই তারকা। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। স্বামী-স্ত্রী তো বটেই, তবে বন্ধু হিসেবে এই দম্পতির জুড়ি মেলা ভার।
২০১৮ সালে সংসার পেতেছেন বলিউডের দুই তারকা। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। স্বামী-স্ত্রী তো বটেই, তবে বন্ধু হিসেবে এই দম্পতির জুড়ি মেলা ভার।
advertisement
2/7
দেখে মনে হতে পারে, তাঁদের দাম্পত্যও তাঁদের মতো অ‘সাধারণ’। কিন্তু তাঁদের সংসার, দাম্পত্যও জনসাধারণের থেকে খুব একটা আলাদা নয়।
দেখে মনে হতে পারে, তাঁদের দাম্পত্যও তাঁদের মতো অ‘সাধারণ’। কিন্তু তাঁদের সংসার, দাম্পত্যও জনসাধারণের থেকে খুব একটা আলাদা নয়।
advertisement
3/7
আর তার প্রমাণ দিলেন খোদ বলি নায়িকা। ‘দ্য কপিল শর্মা শো’-এ এসে স্বামীর একটি মজাদার গল্প বলেন দীপিকা। যা শুনে মনেই হবে না যে তাঁরা দেশের অন্যতম জনপ্রিয় খ্যাতনামী জুটি।
আর তার প্রমাণ দিলেন খোদ বলি নায়িকা। ‘দ্য কপিল শর্মা শো’-এ এসে স্বামীর একটি মজাদার গল্প বলেন দীপিকা। যা শুনে মনেই হবে না যে তাঁরা দেশের অন্যতম জনপ্রিয় খ্যাতনামী জুটি।
advertisement
4/7
দীপিকা জানান, বার্সেলোনায় একটি গানের উৎসব চলছিল। আর সেখানে রণবীর গানের তালে তালে অদ্ভুত কিছু স্টেপ করে নাচ করছিলেন। হঠাৎ তাঁর তীব্র নাচের জেরে ঢিলেঢালা প্যান্ট ফড়ফড় করে ছিঁড়ে যায়।
দীপিকা জানান, বার্সেলোনায় একটি গানের উৎসব চলছিল। আর সেখানে রণবীর গানের তালে তালে অদ্ভুত কিছু স্টেপ করে নাচ করছিলেন। হঠাৎ তাঁর তীব্র নাচের জেরে ঢিলেঢালা প্যান্ট ফড়ফড় করে ছিঁড়ে যায়।
advertisement
5/7
দীপিকার কথায় জানা যায়, ক্রুজ থেকে নেমে সেখান থেকেই মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন, সেখান থেকেই বিমানবন্দরে যাবেন। ফলে জামাকাপড় পাল্টানোরও কোনও উপায় নেই।
দীপিকার কথায় জানা যায়, ক্রুজ থেকে নেমে সেখান থেকেই মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন, সেখান থেকেই বিমানবন্দরে যাবেন। ফলে জামাকাপড় পাল্টানোরও কোনও উপায় নেই।
advertisement
6/7
কপিলকে গল্প করলেন দীপিকা, ‘‘আমি বললাম, দাঁড়াও। বলে আমি ব্যাগ থেকে সূঁচ-সুতো বের করে ফেললাম। চারদিকে সবাই নাচানাচি করছে, আর আমি বসে বসে রণবীরের ছেঁড়া প্যান্ট সেলাই করলাম।’’
কপিলকে গল্প করলেন দীপিকা, ‘‘আমি বললাম, দাঁড়াও। বলে আমি ব্যাগ থেকে সূঁচ-সুতো বের করে ফেললাম। চারদিকে সবাই নাচানাচি করছে, আর আমি বসে বসে রণবীরের ছেঁড়া প্যান্ট সেলাই করলাম।’’
advertisement
7/7
জানা গেল, সেই সময়ে ওই মুহূর্তটি ফ্রেমবন্দিও হয়েছিল। দীপিকা সেখানেই স্ক্রিনে ছবিটি সকলকে দেখান। আর দীপিকাকে এমন ভূমিকায় দেখে হলজুড়ে হাততালি দিয়ে উঠলেন।
জানা গেল, সেই সময়ে ওই মুহূর্তটি ফ্রেমবন্দিও হয়েছিল। দীপিকা সেখানেই স্ক্রিনে ছবিটি সকলকে দেখান। আর দীপিকাকে এমন ভূমিকায় দেখে হলজুড়ে হাততালি দিয়ে উঠলেন।
advertisement
advertisement
advertisement