কমতে চলেছে টেক হোম স্যালারি, বাড়বে পিএফ এবং গ্র্যাচুইটি
নয়া লেবর কোড নিয়ম অনুযায়ী (New Labour Code), কর্মচারীদের টেক হোম স্যালারি কমতে চলেছে ৷ এর জেরে সংস্থাগুলির পিএফ কন্ট্রিবিউশন বাড়তে চলেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি বেসিক স্যালারি হতে হবে ৷ এর জেরে বেশিরভাগ কর্মচারীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়ার জেরে পিএফ এবং গ্র্যাচুইটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমতে চলেছে ৷
advertisement
কাজ করতে হতে পারে ১২ ঘণ্টা
নতুন ড্রাফ্টে (New Wage Code)কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে লেবর ইউনিয়ন ১২ ঘণ্টা কাজের সময়ের বিরোধিতা করেছে ৷ কোডের ড্রাফ্ট নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের বেশি কাজ করলে সেটা ৩০ মিনিট ধরে ওভারটাইমে সামিল করা হবে ৷ বর্তমান নিয়মে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হয় ৷ ড্রাফ্ট নিয়মে কোনও কর্মচারীকে দিয়ে লাগাতার ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ কর্মীদের প্রত্যেক ৫ ঘণ্টা পর আধ ঘণ্টার বিরতি দিতে হবে ৷
সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে
নয়া লেবর কোডের নিয়ম (New Wage Code) অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে ৷ এখানে কর্মচারী এবং সংস্থা নিজেদের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী (New Labour Code), সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে ৷ সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমিয়ে ৪ করা হতে পারে ৷ তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন ৩ দিন ৷ তবে সে ক্ষেত্রে দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে ৷