TRENDING:

New Labour Code: ৩দিন পর থেকে কাজ করতে হবে ১২ ঘণ্টা! নতুন লেবর কোড কী লাগু করতে চলেছে মোদি সরকার?

Last Updated:

দেশের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তিনদিন পর থেকে অর্থাৎ ১ অক্টোবর থেকে কী এবার ১২ ঘণ্টা কাজ করতে হবে ? দেশের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ আগামী মাস থেকে নতুন লেবর কোড নিয়ম (New Labour Code)কী লাগু করতে চলেছে মোদি সরকার ? নতুন এই নিয়ম লাগু করা হলে কাজ করার সময় ১২ ঘণ্টা হওয়ার পাশাপাশি টেক হোম স্যালারিও কমে যেতে চলেছে ৷ তবে অন্যদিকে বাড়তে চলেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা ৷ এই সমস্ত প্রশ্নের মধ্যে শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১ অক্টোবর থেকে এই নিয়ম লাগু করা হবে না ৷ এর প্রথম কারণ হচ্ছে রাজ্যগুলি নতুন নিয়ম লাগু করার জন্য প্রস্তুত নয় ৷ অনেকে আবার মনে করছেন উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনও একটি বড় কারণ এই মুহূর্তে নতুন লেবর কোড লাগু না করার ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/state-bank-asks-customers-to-link-pan-and-aadhaar-as-soon-as-possible-dc-665669.html

কমতে চলেছে টেক হোম স্যালারি, বাড়বে পিএফ এবং গ্র্যাচুইটি

নয়া লেবর কোড নিয়ম অনুযায়ী (New Labour Code), কর্মচারীদের টেক হোম স্যালারি কমতে চলেছে ৷ এর জেরে সংস্থাগুলির পিএফ কন্ট্রিবিউশন বাড়তে চলেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি বেসিক স্যালারি হতে হবে ৷ এর জেরে বেশিরভাগ কর্মচারীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়ার জেরে পিএফ এবং গ্র্যাচুইটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমতে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-price-hiked-after-22-days-on-tuesday-28th-september-dc-665664.html

কাজ করতে হতে পারে ১২ ঘণ্টা

নতুন ড্রাফ্টে (New Wage Code)কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে লেবর ইউনিয়ন ১২ ঘণ্টা কাজের সময়ের বিরোধিতা করেছে ৷ কোডের ড্রাফ্ট নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের বেশি কাজ করলে সেটা ৩০ মিনিট ধরে ওভারটাইমে সামিল করা হবে ৷ বর্তমান নিয়মে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হয় ৷ ড্রাফ্ট নিয়মে কোনও কর্মচারীকে দিয়ে লাগাতার ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ কর্মীদের প্রত্যেক ৫ ঘণ্টা পর আধ ঘণ্টার বিরতি দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/special-services-and-benefits-you-get-from-salary-account-dc-665634.html

সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়া লেবর কোডের নিয়ম (New Wage Code) অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে ৷ এখানে কর্মচারী এবং সংস্থা নিজেদের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী (New Labour Code), সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে ৷ সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমিয়ে ৪ করা হতে পারে ৷ তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন ৩ দিন ৷ তবে সে ক্ষেত্রে দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Labour Code: ৩দিন পর থেকে কাজ করতে হবে ১২ ঘণ্টা! নতুন লেবর কোড কী লাগু করতে চলেছে মোদি সরকার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল