আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য সব থেকে বড় খবর আসছে! ৫ নয় মাত্র ১ বছর চাকরিতে গ্র্যাচুইটি
আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি কোম্পানির হেড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি চিন্তন হারিয়া ডিজিটাল গোল্ড ইটিএফ-এর বিষয়ে কিছু তথ্য দিচ্ছেন যা এই ভার্চুয়াল গোল্ডকে বুঝতে অনেক সাহায্য করবে।
গোল্ড ইটিএফ কী?
গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) হল একটি কমোডিটি ইটিএফ যা সোনায় বিনিয়োগ করে। সোনার গয়না, কয়েন বা সোনার বিস্কুট কেনার তুলনায় গোল্ড ইটিএফ বিনিয়োগ অনেক বেশি লাভজনক। গোল্ড ইটিএফ বিনিয়োগে গ্রাহককে সোনার সুরক্ষার জন্য কোনরকম লকার চার্জ প্রদান করতে হবে না। আজকের বাজারের মূল্য অনুযায়ী প্রত্যেক গোল্ড ইটিএফ ইউনিটের দাম ৫১ টাকা। গ্রাহকরা নিয়মিত বিনিয়োগ করে সোনার অগ্নিমূল্যের বাজারে ধীরে ধীরে প্রবেশ করতে পারে।
advertisement
আরও পড়ুন: আধার-প্যান লিঙ্ক করাতে গেলেই এবার থেকে গুনতে হবে ১০০০ টাকা
গোল্ড ইটিএফ-এ বিনিয়োগের সুবিধা
যদি কোনও গ্রাহক বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার কথা চিন্তা করেন তবে সেক্ষেত্রে গোল্ড ইটিএফ গয়নার তুলনায় অনেক বেশি লাভজনক। গোল্ড ইটিএফ-এর সুবিধাগুলি নিচে দেওয়া হল।
১। সোনা বিক্রির মূল্য সবসময় ক্রয় মূল্যের তুলনায় কম হয়। গয়নার ক্ষেত্রে দোকান মালিকেরা গয়না বানানোর চার্জ হিসেবে অতিরিক্ত টাকা ক্রয়মূল্যে যুক্ত করে এবং গয়না বিক্রি করার সময় এই মূল্য ফেরত পাওয়া যায় না।
২। সোনার গয়না কিনতে একবারে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় যেখানে গোল্ড ইটিএফ-এর ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়।
৩। সোনার গয়নার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ভাগে ভাগে সোনা বিক্রি করা যায় না যেখানে গোল্ড ইটিএফ-এর ক্ষেত্রে বিনিয়োগকারী তার প্রয়োজন অনুযায়ী কম বেশি ইউনিট বিক্রি করতে পারে।
আরও পড়ুন: ফের লেন্ডিং রেট বাড়াল SBI, ফলে গ্রাহকদের উপর আরও বাড়তে পারে সুদের বোঝা
৪। মার্কেট যখন নিচে নেমে যায় তখন গোল্ড ইটিএফকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মনে করেন বিশেষজ্ঞরা। গোল্ড পোর্টফোলিওতে সামঞ্জস্য আনতে সাহায্য করে।
৫। গোল্ড ইটিএফ সবসময় মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে চলে।