Home » Photo » business » Gratuity Payment Rules 2022: চাকরিজীবীদের জন্য সব থেকে বড় খবর আসছে! পাঁচ নয় মাত্র এক বছর চাকরিতে গ্র্যাচুইটির সম্ভাবনা কর্মীদের
Gratuity Payment Rules 2022: চাকরিজীবীদের জন্য সব থেকে বড় খবর আসছে! পাঁচ নয় মাত্র এক বছর চাকরিতে গ্র্যাচুইটির সম্ভাবনা কর্মীদের
Gratuity Payment Rules 2022: বিরাট সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার
কর্মচারীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ কেননা দেশের শ্রম আইনে সংশোধন (Labor Reform) হতে চলেছে ৷ মোদি সরকার খুব তাড়াতাড়ি চারটি সংশোধিত নতুন লেবার কোড (New Labour Codes) কার্যকর করার পথে ৷ প্রতীকী ছবি ৷
2/ 14
শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি লোকসভায় লিখিত তথ্য দিয়েছেন ৷ সেই তথ্যতে বলা হয়েছে বেশ কয়েকটি রাজ্য পৃথক পৃথক কোডে সহমত পোষণা করেছেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 14
এবার কেন্দ্রীয় সরকারের পালা ৷ নতুন লেবার কোড চালু করে কর্মীদের ছুটি বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিতে বড়সড় পরিবর্তন আসবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 14
এরফলে কাজের সময়সীমা বা সপ্তাহের ছুটি পরিবর্তনের ক্ষেত্রে সম্ভব হবে ৷ এরপরে কর্মীদের গ্র্যাচুইটির জন্য কোনও সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজ করার দরকার হবেনা ৷ প্রতীকী ছবি ৷
5/ 14
তবে এই বিষয়টির কোনও সরকারি বিবৃতি এখনও পর্যন্ত আসেনি ৷ বর্তমানে গ্র্যাচুইটির নিয়ম অনুযায়ী কোনও কর্মী কোনও সংস্থায় ৫ বছর টানা কাজ করার পরে ৷ প্রতীকী ছবি ৷
6/ 14
যখন সেই কর্মী কাজ ছেড়ে দেন তখন কর্মীর বেতনের নিরিখে গ্র্যাচুইটি গণনা করা হয়ে থাকে ৷ যেই ভাবে কোও কর্মী যদি কোনও সংস্থায় ১০ বছর কাজ করেন প্রতি মাসে ৫ হাজার টাকা পান ৷ প্রতীকী ছবি ৷
7/ 14
সেক্ষেত্রে বেসিক স্যালারি ২০ হাজার টাকা হলে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স ৬ হাজার টাকা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির গ্র্যাচুইটি ২৬ হাজার টাকা (বেসিক স্যালারি ও ডিএ) ৷ প্রতীকী ছবি ৷
8/ 14
গ্র্যাচুইটি কর্মীদের ২৬দিন কাজ করতে হবে (এটি ধার্য করা হয় বেসিক) ৷ ২৬,০০০ টাকা ২৬ দিনের জন্য, অর্থাৎ প্রতিদিন ১ হাজার টাকা ৷ ১৫X১,০০০ = ১৫,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
9/ 14
কোনও কর্মী ১৫ বছর কোনও সংস্থায় ১৫ বছর কাজ করে থাকলে তিনি সব মিলিয়ে ১৫X১৫,০০০ = ৭৫,০০০ টাকা গ্র্যাচুইটির হিসাবে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 14
জি বিজনেস সূত্রে জানতে পারা হিয়েছে ৪ নতুন চার লেবার কোর্ডের ৪টি সোশ্যাল ২০২০ সালে লেবার কোড গ্র্যাচুইটির নিয়মে পাঁচটি তথ্য দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 14
আসলে কোনও কর্মীরা কাছে গ্ল্যাচুইটি হল, গ্র্যাচুইটি হল কর্মীদের সংস্থার পক্ষে থেকে উপহার দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
12/ 14
যদি নির্দিষ্ট ভাবে বলা যেতে পারে, কর্মীদের জন্য গ্র্যাচুইটি অত্যন্ত প্রয়োজনীয় , কোনও কর্মী চাকরির সমস্ত শর্ত যদি পূরণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
13/ 14
গ্যারান্টি সহকারে গ্র্যাচুইটি পাবেনই পাবেন ৷ লোকসভায় নিউ লেবার কেন্দ্রীয়মন্ত্রী কোর্ড অনুযায়ী যে বিল জমা করেন ৷ কর্মীরা ১ বছর কাজ করার পরেই চাকরি ছাড়ার সময়েও তিনি গ্র্যাচুইটির দাম নির্ধারণ করে নিশ্চিত সম্ভব হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
14/ 14
তবে গ্র্যাচুইটি ২০২০ নিয়ম অনুযায়ী Gratuity আইন ২০২০-এর সুবিধা ফিক্সড টার্ম শুধুমাত্র নিশ্চিত কর্মীরাই পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷