রিপোর্ট অনুযায়ী আগামী বছরের এপ্রিল মাস থেকে নির্দিষ্ট কয়েকটি পেট্রল পাম্পে ইথানল যুক্ত পেট্রোল পাওয়া যাবে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৫ সালের মধ্যে ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি শুরু হবে সব জায়গায়। এর ফলে দেশে ক্রুড অয়েল আমদানি করার অনেক টাকা বেঁচে যাবে।
advertisement
আরও পড়ুন: নিশ্চিত রিটার্ন! এই ৪ ধরনের বিনিয়োগে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করও ছাড়ও হবে!
মানিকন্ট্রোল-এর একটি রিপোর্ট অনুযায়ী পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন যে পেট্রোলের ১০% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলা হয়েছে। ভারত সরকার ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই পেট্রোল বাজারে নিয়ে আসতে পারে। নভেম্বরে ১০% ইথানল যুক্ত পেট্রোল বাজারে আনা হলেও জুন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হয়েছে।
৪১,৫০০ কোটি টাকার সাশ্রয় -
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন যে ১০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করার ফলে ৪১ হাজার ৫০০ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রা বেঁচে যাবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমবে প্রায় ২৭ লক্ষ টন। ভারতের কৃষকদের এর ফলে খুবই উপকার হবে। এর ফলে ভারতের কৃষকদের ৪০ হাজার ৬০০ কোটি টাকার উপকার হবে।
আরব ডলারের সাশ্রয় -
আমেরিকা, ব্রাজিল, ইউরোপ এবং চিনের পর ভারত হল পৃথিবীর পঞ্চম সবথেকে বড় ইথানল উৎপাদক দেশ। দুনিয়াতে বিভিন্ন কাজে ইথানল ব্যবহার করা হয়। কিন্তু ভারত এবং ব্রাজিলে ইথানল পেট্রলে যুক্ত করা হচ্ছে। পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের ফলে ক্রুড অয়েল আমদানির ওপর ভারত যে আরব ডলার খরচ করে, তা অনেকটাই বেঁচে যাবে। কারণ প্রতি বছর ভারত অনেক টাকার ক্রুড অয়েল আমদানি করে বিভিন্ন দেশের থেকে।
আরও পড়ুন: ব্যাঙ্ক-পোস্ট অফিস তো রইলই, এবার ফিক্সড ডিপোজিট খুলুন Paytm-এ, ভরপুর লাভের সুযোগ
এখন ভারতের ১০% ইথানল মেশানো হচ্ছে পেট্রোল -
বর্তমানে ১০.১৭% ইথানল পেট্রোলের মেশানো হচ্ছে। ২০২০-২১ সালে ভারতের পেট্রলে ৮.১০ শতাংশ ইথানল মিশ্রিত করা হয়েছিল। ২০১৯-২০ সালে ৫% ইথানল মিশ্রিত করা হয়েছিল পেট্রোলে। অন্য দিকে, ২০১৩-১৪ সালে ভারতে পেট্রোলে মাত্র ১.৫৩ শতাংশ ইথানল মিশ্রিত করা হয়েছিল। বর্তমানে ভারত সরকার পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত করার লক্ষ্যমাত্রা রেখেছে। এর ফলে প্রায় ১০০০ কোটি লিটার ইথানলের প্রয়োজন হবে। ইথানলের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচা তেল আমদানি করার প্রক্রিয়া কম হয়ে যাবে।
এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী -
বিশ্ব জৈবইন্ধন দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ইথানল প্রজেক্ট-এর উদ্বোধন করেন। বুধবার তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হরিয়ানার পানিপথে অবস্থিত রিফাইনারির কাছে ৯০০ কোটি টাকা খরচ করে ইথানলের এই প্রকল্প চালু করা হয়েছে। এখানে প্রতি বছর চাল থেকে প্রায় ৩ কোটি লিটার ইথানল উৎপাদন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিগত ৭-৮ বছরে পেট্রলে ইথানল মিশ্রিত করার ফলে দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকা বেঁচে যাবে। তিনি জানিয়েছেন যে বিগত আট বছরে ইথানল উৎপাদন ৪০ কোটি লিটার থেকে বেড়ে ৪০০ কোটি লিটার হয়েছে।